পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইটিভি ভারতে প্রকাশিত খবরের জের, পূর্ণিয়ার নার্সিংহোমে আটকে থাকা পরিযায়ীর পরিবারের পাশে তৃণমূল নেতা - আটক পরিযায়ী

Malda Migrant Labour in trouble: মঙ্গলবার ইটিভি ভারতে পরিযায়ী শ্রমিক গণেশ দাসের নার্সিংহোমে অর্থের অভাবে আটকে থাকার খবর প্রকাশ হয় ৷ আর আজ, বুধবার ওই শ্রমিকের বাড়ি গেলেন তৃণমূল নেতা ৷ করলেন আর্থিক সাহায্য ৷ যদিও এখনও পর্যন্ত কোনও প্রশাসনের কেউ গণেশবাবুর বাড়িতে যাননি ৷

পূর্ণিয়াতে নার্সিংহোমে আটক পরিযায়ীর পরিবারের পাশে তৃণমূল নেতা
Migrant Labour in Malda

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 8:36 PM IST

Updated : Dec 13, 2023, 8:47 PM IST

পূর্ণিয়ার নার্সিংহোমে আটক পরিযায়ীর পরিবারের পাশে তৃণমূল নেতা

মালদা, 13 ডিসেম্বর: অবশেষে খানিকটা স্বস্তি পেল হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের পরিযায়ী শ্রমিক গণেশ দাসের পরিবার ৷ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা ভেঙে গিয়েছে তাঁর ৷ কাটা পড়েছে একটি পায়ের দু'টি আঙুল ৷ এই মুহূর্তে তিনি বিহারের পূর্ণিয়ায় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ৷ নার্সিংহোমের বিল না-মেটানোয় তাঁকে সেখানে আটকে রাখার অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা ৷ মঙ্গলবার এই খবর ইটিভি ভারতে প্রকাশিত হয় ৷ তারপরেই নড়েচড়ে বসেন স্থানীয় জনপ্রতিনিধি-সহ এলাকার মানুষজন ও রাজনৈতিক দলের নেতানেত্রীরা ৷ বুধবার পিপলা গ্রামে গণেশবাবুর বাড়িতে যান তৃণমূল নেতা বুলবুল খান ৷

হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের বাসিন্দা, বছর চল্লিশের গণেশ দাস পরিযায়ী শ্রমিক ৷ কিছুদিন আগে কাজ করতে দিল্লি গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় তাঁর দুই পা ভেঙে যায় ৷ কাটা পড়ে এক পায়ের দু'টি আঙুল ৷ পূর্ণিয়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ৷ মাসখানেকের চিকিৎসায় আপাতত সুস্থ তিনি ৷ চিকিৎসক তাঁকে ছুটি দিয়ে দিয়েছেন ৷ কিন্তু বিলের সম্পূর্ণ টাকা না-পেলে রোগীকে ছাড়তে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ টাকা জোগাড় করতে এখন দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন মা ও শাশুড়ি ৷

ইটিভি ভারতে এই খবর দেখেই বুধবার পিপলা গ্রামে গণেশবাবুর বাড়িতে যান তৃণমূল নেতা তথা মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান ৷ সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর, তৃণমূলের ব্লক সভাপতি বিমান ঝা ৷ বুলবুল সাহেব ব্যক্তিগতভাবে গণেশবাবুর ভাইয়ের হাতে কিছু অর্থ তুলে দেন ৷ তিনি বলেন, "সংবাদমাধ্যমেই আমি গণেশ দাসের দুর্ঘটনার খবর জানতে পেরেছি ৷ আমি আমার সাধ্যমতো কিছু টাকা এই পরিবারটিকে দিলাম ৷ আমি প্রশাসনের কাছে গণেশবাবুকে ফিরিয়ে আনার আর্জি জানাব ৷"

গণেশবাবুর ভাই কার্তিক দাস বলেন, "আজ বুলবুল স্যর এসেছিলেন ৷ কিছু সাহায্য করে গিয়েছেন ৷ তিনি কথা দিয়েছেন, দাদাকে ঘরে ফিরিয়ে আনতে যতটা পারবেন তিনি সাহায্য করবেন ৷"

আরও পড়ুন:

  1. আমানবিক! নার্সিংহোমের বিল মেটাতে পারেনি রোগীর পরিবার, আটকে রাখার অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে
  2. দুবাইয়ে আটকে পড়া শ্রমিকদের মধ্যে রয়েছেন মালদার পূর্ণেন্দুও, উদ্বেগে পরিবার
  3. দুবাইয়ে আটকে থাকা বালুরঘাটের 13 শ্রমিককে ফেরাতে বিদেশমন্ত্রীর দ্বারস্থ সুকান্ত
Last Updated : Dec 13, 2023, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details