মালদা, 8 ডিসেম্বর : সরকারি দফতরে পিস্তল হাতে ছবি ভাইরাল হওয়ার ঘটনায় (TMC leader selfie with Pistol goes viral on social media) পুলিশে অভিযোগ দায়ের করলেন পুরাতন মালদা (malda news) পঞ্চায়েত সমিতির সভানেত্রী এবং জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি । এই ঘটনায় দলেরই নেতা মুকলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ মুকলেসুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী । এনিয়ে সাইবার ক্রাইমেও অভিযোগ জানাতে চলেছেন তৃণমূল নেত্রী ।
এই বিষয়ে মৃণালিনীদেবী বলেন, "ছবিটি এক বছরের পুরোনো । একদিন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী মুকলেসুর রহমান ওই লাইটার পিস্তলটি আমার দফতরে নিয়ে আসেন । সেখানে তখন আরও অনেকে ছিলেন । এটা কোনও আগ্নেয়াস্ত্র নয় । এটা একটা খেলনা লাইটার । 600-700 টাকায় বাজারে পাওয়া যায় । তিনি এই লাইটার প্রতিদিনই ব্লকে নিয়ে আসতেন । আমার চেম্বারে জিনিসটা দেখানোর পর আমি হাতে নিই । সেদিন তিনিই ছবি তোলেন । এখন কেন তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন তা জানি না । সম্ভবত ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য তিনি এই কাজ করেছেন । আমি মুকলেসুর রহমানের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছি । এ নিয়ে আমি সাইবার ক্রাইমেও অভিযোগ জানাব । যেহেতু আমি তফশিলি জাতিভুক্ত হয়ে ভাল জায়গায় রয়েছি, তাই দলের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই তিনি এই কাজ করেছেন ।"