মালদা, 14 এপ্রিল: পুলিশের মদতে দরিদ্র পরিবারের জমি হাতানোর চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC leader accused of trying to grab land)। যদিও তৃণমূল নেতার দাবি, অভিযোগকারীর পূর্বপুরুষের থেকে তিনি ওই জমি কিনে নিয়েছেন। বাধা দিতে গিয়ে গ্রেফতার জমির মালিক। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায় সাড়ে নয় বিঘা জমি রয়েছে অঞ্চল দাসের। সম্প্রতি সেই জমির পাশ দিয়ে 81 নম্বর জাতীয় সড়কের বাইপাস তৈরির কাজ শুরু হয়েছে। স্বভাবতই সেই জমির দাম এখন আকাশছোঁয়া। অভিযোগ, জাল দলিল তৈরি করে পুলিশের মদতে সেই জমি হাতানোর চেষ্টা করছে স্থানীয় তৃণমূল নেতা জগন্নাথ সরকার। বৃহস্পতিবার দুপুরে পুলিশের উপস্থিতিতে এই জায়গা ঘেরার চেষ্টা করেন জগন্নাথবাবু। বাধা দিয়ে গিয়ে গ্রেফতার হন অঞ্চলবাবু । এদিকে, স্থানীয়দের কাছে জগন্নাথবাবু দাবি করেছেন, ওই জমি অঞ্চলবাবুর বাবা 1990 সালে তাঁর কাছে বিক্রি করেছেন।
অন্য়দিকে অঞ্চলবাবুর অভিযোগ, পুলিশের মদত নিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। পুলিশ বারবার এসে আমাকে তুলে নিয়ে যায়। অন্য কোনও লোকজন কখনও হামলা করে না। যা করার সব পুলিশ করছে। পারিবারিক সূত্রে এখন এই জমি আমার।