পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারল না খোদ তৃণমূল, শোরগোল জেলায় - Panchayat Election 2023

চতুর্দিকে যখন বিরোধীরা মনোনয়ন জমা দিতে গিয়ে রক্তাক্ত হচ্ছেন ঠিক তখনই উলটপুরাণ ৷ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিতে পারল না খোদ শাসকদল ৷

Etv Bharat
পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি

By

Published : Jun 16, 2023, 7:51 PM IST

পুরাতন মালদা তৃণমূল প্রার্থী দিতে না পারায় বিরোধীপক্ষের বক্তব্য

মালদা, 16 জুন: এই বাজারেও গ্রাম পঞ্চায়েতের আসনে মনোনয়ন জমা দিতে পারল না খোদ শাসকদল ৷ এই ঘটনা ঘটেছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দু'টি আসনে ৷ বিষয়টি নিয়ে জোরচর্চা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে ৷

রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত নির্ঘণ্ট অনুযায়ী বৃহস্পতিবার শেষ হয়েছে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ৷ নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দু'টি সংসদে মনোনয়ন জমা দিতে পারেনি শাসকদল ৷ ওই দু'টি বুথের নম্বর 3 ও 78 ৷ অভিযোগ উঠেছে, গতকাল রাত আটটা নাগাদ দু'জনকে মনোনয়ন জমা করাতে ব্লক দফতরে নিয়ে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় বিডিও মনোনয়নপত্র জমা নিতে অস্বীকার করেন ৷ এই নিয়ে ব্লক দফতরে সামান্য ঝামেলাও হয় ৷

পুরাতন মালদা ব্লক কংগ্রসের সভাপতি গোপাল সরকারের কথায়, "গতকাল বেলা তিনটের সময় এবারের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে ৷ তখনও পর্যন্ত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর মোরগ্রাম ও 78 নম্বর বিমল দাস কলোনির বুথে তৃণমূল তাদের প্রার্থীদের মনোনয়ন জমা করাতে পারেনি ৷ রাত আটটা নাগাদ ওরা দলবল নিয়ে মনোনয়ন জমা দিতে আসে ৷ পুলিশ প্রশাসনের মদতে মনোনয়ন কক্ষে ঢুকে ওরা সরকারি আধিকারিকদের হুমকি দিতে থাকে ৷ আমরা এর তীব্র প্রতিবাদ করি ৷ তখন বিডিও এসে মনোনয়ন জমা নিতে অস্বীকার করেন ৷ 87 নম্বর পাবনাপাড়া বুথেও নথিপত্রে ভুল থাকায় তৃণমূল মনোনয়ন জমা করাতে পারছিল না ৷ শেষ পর্যন্ত মালদা থানার আইসি শাসকদলের প্রার্থীর বাড়ি গিয়ে নথিপত্র ঠিক করিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে মনোনয়ন কেন্দ্রে নিয়ে আসেন ৷ তৃণমূলের গোষ্ঠীকোন্দল আর মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্যই এমন ঘটনা ঘটেছে ৷"

এই নিয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস গুপ্ত বলেন, "পঞ্চায়েত নির্বাচনে শাসকদল প্রার্থী দিতে পারেনি ৷ একথা ভাবলেও অবাক লাগে ৷ তবে ওরা সব পারে ৷ গতকাল মনোনয়ন জমা দেওয়া শেষ হয়ে গেলেও ওরা আজ সেই কাজ করতে পারে ৷ আসলে প্রার্থী নিয়ে ওদের গোষ্ঠীকোন্দল এতটাই হয়েছিল যে ওরা এত তাড়াতাড়ি প্রার্থীপদ বিক্রি করতে পারেনি ৷ এতেই সম্ভবত ওরা দু'টি বুথে দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে পারেনি ৷ আমার মনে হয়, শুধু এই দুটি বুথেই নয়, আরও অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে ৷ গতকাল খোদ জেলাশাসক বিকেল চারটের পর শাসকদলের প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়ার জন্য আধিকারিকদের বাধ্য করেন ৷ এটা ন্যক্কারজনক ঘটনা ৷ আমরা এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছি ৷ এই মুহূর্তে তৃণমূলের সাংগঠনিক শক্তি পুরোপুরি ভেঙে পড়েছে ৷ এসব তারই প্রমাণ ৷"

গোটা ঘটনায় তৃণমূলের পুরাতন মালদা ব্লক সভাপতি নব্যেন্দু সেনের বক্তব্য, "আমরা প্রার্থী দিতে পারিনি তা ঠিক নয় ৷ একজনের ভোটার তালিকায় কিছু সমস্যা থাকায় তিনি মনোনয়ন জমা দিতে পারেননি ৷ আরেকজন তফশিলি উপজাতির প্রার্থীর শরীর খারাপ হয়ে যাওয়ায় সময়মতো তিনি মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেননি ৷ এর জন্য আমরা দু'টি বুথে মনোনয়ন জমা দিতে পারিনি ৷ এর পিছনে অন্য কোনও বিষয় নেই ৷"

আরও পড়ুন : তৃণমূল ছাড়ার ঢল, তিন জেলায় পুরোনো গড় পুনরুদ্ধারে মগ্ন কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details