মালদা, 14 জুলাই: এবারের পঞ্চায়েতে মালদা জুড়ে শুধুই ঘাসফুল ৷ ইতিউতি দু’চারটে দাগ রয়েছে বটে, তবে চাঁদেরই তো কলঙ্ক থাকে, অন্তত শাসক শিবিরের বক্তব্য সেটাই ৷ তবে দু’টি জায়গায় সামান্য এই ‘কলঙ্ক’ বড়ই বিসদৃশ হয়ে দেখা দিয়েছে ৷ একটি হল কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 184 নম্বর আসন, দ্বিতীয়টি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে জেলা পরিষদের 16 নম্বর আসন ৷ প্রথমটিতে নিজের ঘরে গ্রাম পঞ্চায়েতের আসনে হেরেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ আর দ্বিতীয়টিতে নিজের গড়ে ভাইকে ঘাসফুলের প্রার্থী করেও জেতাতে পারেননি মন্ত্রী তজমুল হোসেন ৷
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যেখানে দুই মন্ত্রী নিজের ঘরে জয়ের আগল দিতে পারেননি, সেখানে গোটা জেলায় তাঁদের উপর কীভাবে ভরসা করবে দল ? আর ন’মাস পরেই লোকসভা ভোট ৷ সেই লড়াইটা যে কিছুতেই পঞ্চায়েতের মতো মসৃণ হবে না, তা বিলক্ষণ জানে শাসকদলের নেতৃত্ব ৷ তৃণমূলেরই অন্দরমহলের প্রশ্ন, তবে কি দুই মন্ত্রীর ক্যারিশমা কমতে শুরু করেছে ?
পঞ্চায়েতের ফল প্রকাশের পর দেখা যায়, কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 184 নম্বর বুথে কংগ্রেস প্রার্থী মহতাব শেখ তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হাসিদুর রহমানকে হারিয়ে দিয়েছেন ৷ ওই এলাকায় হাসিদুর মন্ত্রী সাবিনার ছায়াসঙ্গী হিসাবেই পরিচিত ৷ হাসিদুরের সমর্থনে তিনি এলাকায় ভোট প্রচারও করেছিলেন ৷ শুধু তাই নয়, সাবিনার আরেক ছায়াসঙ্গী হাসিমুদ্দিন আহমেদও কালিয়াচক 2 নম্বর ব্লকের জেলা পরিষদের 36 নম্বর আসনে কংগ্রেসের কাছে হেরে গিয়েছেন ৷ কালিয়াচক 2 নম্বর ব্লক মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে ৷ সেখান থেকেই সাবিনা বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন ৷
আরও পড়ুন:মালদা তৃণমূলের, মুছে গেল বাম; শক্তি বাড়ল কংগ্রেসের