পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: স্ট্রং রুমের পাহারা নিয়ে উত্তেজনা মালদায়, তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর - স্ট্রং রুম

স্ট্রং রুমের পাহারায় নেই তৃণমূল ৷ ব্যালট বাক্স লুটের আশংকায় মন্ত্রীর সামনে শাসকদলের প্রার্থীর গাড়ি ভাঙচুর ৷ রাতভর উত্তেজনা মালদার মোথাবাড়িতে ৷

Bengal Panchayat Polls
তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর

By

Published : Jul 10, 2023, 5:04 PM IST

স্ট্রং রুমের পাহারা নিয়ে উত্তেজনা মালদায়

মালদা, 10 জুলাই: স্ট্রং রুমের পাহারাদারি নিয়ে রবিবার গোটা রাত তীব্র উত্তেজনা মোথাবাড়িতে ৷ গভীর রাতে স্ট্রং রুমের সামনে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে দেখে বিরোধীরা ব্যালট বাক্স লুটের আশংকা করে ৷ গোটা রাত বিরোধী সব দলের নেতা-কর্মীরা স্ট্রং রুমের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকেন ৷ ভাঙচুর করা হয় কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তথা শাসকদলের জেলা পরিষদ আসনের প্রার্থী হাসিমুদ্দিন আহমেদের গাড়ি ৷ আক্রান্ত হন তাঁর ছেলেও ৷

এই ঘটনায় শাসক ও বিরোধীরা একে অন্যের বিরুদ্ধে স্ট্রং রুম লুঠ করার পরিকল্পনা করার অভিযোগ এনেছে ৷ এদিকে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় সেখানকার কংগ্রেসের জেলা পরিষদ আসনের প্রার্থী দুলাল শেখ-সহ কয়েকজনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন হাসিমুদ্দিনের ছেলে সাগর ৷ তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ ৷

আরও পড়ুন:নাকাশিপাড়ায় পুনর্নির্বাচনের আগের রাতে গুলিবিদ্ধ সিপিএম কর্মী, অভিযুক্ত তৃণমূল

জানা গিয়েছে, ঝামেলার সূত্রপাত স্ট্রং রুমের পাহারাদারি নিয়ে ৷ নির্বাচনের আগেই কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও বিপ্রতীম বসাক সর্বদলীয় বৈঠক করেন ৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিটি রাজনৈতিক দলের তরফে তিনজন করে স্ট্রং রুমের ওয়াচ রুমে থেকে দিন-রাত পাহারা দিতে পারবেন ৷ কিন্তু তার জন্য সবাইকে বিডিওর অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই অনুমতিপত্র ছাড়া কাউকে ওয়াচ রুমে ঢুকতে দেবেন না ৷ সেই অনুযায়ী অন্যান্য দলগুলি বিডিওর অনুমতিপত্র সংগ্রহ করলেও তৃণমূল তা করেনি ৷

ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওয়াচ রুমে তৃণমূলের কাউকে প্রবেশ করতে দেননি ৷ এই খবর পেয়েই গতকাল রাত সাড়ে 11টা নাগাদ মোথাবাড়ির স্ট্রং রুমে দলবল নিয়ে হাজির হন মন্ত্রী সাবিনা ৷ ছিলেন হাসিমুদ্দিনও ৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা ৷ এরই মধ্যে চাউর হয়ে যায়, মন্ত্রী দলবল নিয়ে স্ট্রং রুমে জোর করে ঢোকার চেষ্টা করছেন ৷ সেই খবর পেয়েই একসঙ্গে বিরোধী দলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ স্ট্রং রুমের সামনে থেকে সাবিনা-সহ তৃণমূলের লোকজনকে সরিয়ে দেওয়া হয় ৷ বিরোধীরা সারা রাত স্ট্রং রুমের পাহারাদারি শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷ আসে কেন্দ্রীয় বাহিনীও ৷ তবে সোমবার সকাল পর্যন্ত এলাকা ছাড়েনি বিরোধীরা ৷

আরও পড়ুন:ভোটের পরদিন বাসন্তীতে পুকুর থেকে মিলল ব্যালট বাক্স, উদ্ধারে তৃণমূল নেতা !

অভিযোগ, সেই সময়ই হাসিমুদ্দিন আহমেদের গাড়ি ভাঙচুর করে বিরোধীরা ৷ তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় ৷ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে শারীরিক নিগ্রহও করা হয় বলে অভিযোগ ৷ হাসিমুদ্দিনের বক্তব্য, কংগ্রেস পরিকল্পিতভাবে তাঁৎ গাড়ি ভাঙচুর করেছে ৷ তাঁর ছেলে-সহ 3-4 জন কর্মীকে মারধর করা হয়েছে ৷ গোটা ঘটনার নেতৃত্ব দিয়েছেন জেলা পরিষদ আসনের কংগ্রেসের প্রার্থী দুলাল শেখ বলে তাঁর দাবি ৷ তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে হাসিমুদ্দিন জানান ৷

এদিকে কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী দুলাল শেখ বলেন, "রাত 12টার সময় স্ট্রং রুমের সামনে মন্ত্রী সাবিনা ইয়াসমিন কী করছিলেন? আমাদের কাছে খবর ছিল, তিনি কয়েকশো কর্মী নিয়ে ব্যালট বাক্স লুট করার চেষ্টা করবেন ৷ গতকাল রাতে সেটাই ঘটেছিল ৷ সেই খবর পেয়ে হাজার হাজার কংগ্রেস কর্মী সেখানে গিয়ে শাসকদলের ব্যালট বাক্স লুটের পরিকল্পনা ভেস্তে দিয়েছে ৷ আর আমার সঙ্গে হাসিমুদ্দিনের গাড়ি ভাঙচুরের কোনও সম্পর্ক নেই ৷ এসব ফালতু অভিযোগ ৷"

আরও পড়ুন:সোমবার ছ'শোরও বেশি বুথে পুনর্নির্বাচন, প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী: কমিশন

খোদ মন্ত্রী সাবিনা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিরোধীদের হয়ে কাজ করছে ৷ তিনি বলেন, "মোথাবাড়ি হাইস্কুলের স্ট্রং রুমের পাহারায় সব দলের লোকজনকে থাকতে দেওয়া হলেও আমাদের কাউকে সেখানে ঢুকতে দেয়নি তারা ৷ আমাদের প্রার্থীকেও ঢুকতে দেয়নি ৷ সিসিটিভির ক্যামেরার তার বাইরে ছেঁড়া ছিল ৷ গোটা ঘটনায় বিডিও নিজেও তাঁর দায়িত্ব এড়াতে পারেন না ৷ গতকাল রাতে আমার কিছু হয়নি ৷ তবে আমাদের লোকজনকে ওরা বেধড়ক মারধর করেছে ৷ ক্ষমতায় আছি বলে আমরা বিরোধীদের সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করছি ৷"

ABOUT THE AUTHOR

...view details