পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duare Sarkar Camp: প্যান্ডেলের রঙ গেরুয়া! মালদার গাজোলে বাতিল দুয়ারে সরকার ক্যাম্প - দুয়ারে সরকার

দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার আগের দিন তা বাতিল ঘোষণা করল স্থানীয় প্রশাসন ৷ পঞ্চায়েত প্রধানের অভিযোগ এবং ক্যাম্পে আসা দুঃস্থ মানুষদের দাবি, প্যান্ডেলে পর্দার রঙটি গেরুয়া করায় তা হঠাৎ বাতিল করা হয়েছে ৷

ETV Bharat
গেরুয়া রঙের প্যান্ডেলের কাণে দুয়ারে সরকার ক্যাম্প বাতিল মালদায়

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 2:24 PM IST

মালদার গাজোলে প্যান্ডেলের কাপড়ের রং গেরুয়া হওয়ায় বাতিল দুয়ারে সরকার ক্যাম্প

মালদা, 14 সেপ্টেম্বর: প্যান্ডেলের কাপড়ে গেরুয়া রং ৷ তার জেরে বন্ধ হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প ৷ এমনই অভিযোগ তুললেন আলাল গ্রামপঞ্চায়েতের বিজেপি প্রধান উমা মণ্ডল ৷ তৃণমূলের বিরুদ্ধে এই ক্যাম্প না-করতে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ তবে স্থানীয় প্রশাসন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কর্মী সংকটের জন্যই হঠাৎ ক্যাম্প স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরে ক্যাম্প হবে ৷

দুয়ারে সরকার ক্যাম্প বাতিলের ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে ৷ বুধবার গাজোলে ময়না হাইস্কুল ময়দানে আলাল গ্রামপঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল ৷ এ নিয়ে কয়েকদিন ধরে প্রচার চলেছে ৷ স্কুলের মাঠে তৈরি করা হয়েছিল প্যান্ডেল ৷ সবকিছু পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা ৷ এদিকে ক্যাম্প হওয়ার আগের রাতে হঠাৎ দুয়ারে সরকার ক্যাম্প বন্ধের নির্দেশ দেয় ব্লক প্রশাসন ৷

আরও পড়ুন: দুয়ারে সরকারের ক্যাম্পে উত্তেজনা, ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি

বৃষ্টির কারণে এই ক্যাম্প বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ৷ এদিন দূরদূরান্ত থেকে বহু মানুষ এসে ফিরে গিয়েছেন ৷ ময়না থেকে অন্তত তিন কিলোমিটার দূরে দুর্গাপুর গ্রামে বাড়ি প্রদীপ বৈদ্যর ৷ বিশেষভাবে সক্ষম এই প্রৌঢ় কষ্ট করে হাঁটাচলা করেন ৷ কোনওরকমে গ্রাম থেকে ক্যাম্পে এসেছিলেন তিনি ৷ জাতিগত শংসাপত্র পেতে এর আগে তিনবার আবেদন করেছেন ৷ কাজ না-হওয়ায় ফের এসেছিলেন ৷ এদিকে ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে ৷ প্রদীপ বৈদ্য বলেন, "শুনছি, গেরুয়া রংয়ের প্যান্ডেল হওয়ায় ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আরও শুনছি, তৃণমূল নাকি এখানে ক্যাম্প করতে বাধা দিচ্ছে ৷ তাই ফিরে যাচ্ছি ৷ এখানে বসে থাকলে তো আর চলবে না ! বাড়ি তো ফিরতেই হবে ৷"

প্রশাসনের এহেন সিদ্ধান্তে হতাশ হয়েছেন সংসারের কাজ ফেলে ক্যাম্পে আসা ময়না পশ্চিম পাড়ার গীতা সরকারও ৷ তাঁর কথায়, "অনেকবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছি ৷ কিন্তু পাইনি ৷ প্রতিবার ফর্ম জমা দিতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে ৷ শুনলাম, প্যান্ডেলে গেরুয়া রং থাকায় প্রশাসন নাকি সরকারি কর্মীদেরই ক্যাম্পে আসতে দেয়নি ৷ কিন্তু রংয়ে কীই বা আসে যায় ! মানুষ তো এখানে সরকারি পরিষেবা পেতে এসেছে ! রং নিয়ে এত সমস্যা কেন !”

এবারের নির্বাচনে আলাল গ্রাম পঞ্চায়েতে পরাজিত হয়েছে তৃণমূল ৷ বোর্ড বিজেপির দখলে ৷ পঞ্চায়েতপ্রধান উমা মণ্ডল বলেন, "ক্যাম্প কেন বন্ধ করা হল, তা আমাদের লিখিতভাবে জানানো হয়নি ৷ আগের দিন বিডিও পরিদর্শন করতে এসে জানিয়েছিলেন, প্যান্ডেলের রং না পালটালে ক্যাম্প বাতিল করা হবে ৷ আমরা প্রথমে গোটা প্যান্ডেল কমলা রংয়ের কাপড়ে করেছিলাম ৷ পরে সাদা রংয়ের কাপড় জুড়ে দিই ৷ শেষ পর্যন্ত আগের রাতে তিনি জানান, ক্যাম্প বাতিল করা হচ্ছে ৷ এখানে প্রধান ক্যাম্প যাতে না হয়, আগে থেকেই তার চেষ্টা করেছে তৃণমূল ৷ আলাল হাইস্কুলে মূল ক্যাম্প করা হয়েছে ৷ সেটা 26 কিলোমিটার দূরে ৷”

এনিয়ে গাজোলের বিডিও কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে মহকুমাশাসক (সদর) পঙ্কজ তামাংয়ের দাবি, বৃষ্টিপাতের পূর্বাভাস ছিলই ৷ তাছাড়া এখন গাজোলে বেশ কিছু তদন্তের শুনানি চলছে ৷ যাঁরা ক্যাম্পে বসবেন, সেই সরকারি কর্মীদের ওই কাজে পাঠানো হয়েছে ৷ এতে কর্মী সংকট দেখা দিয়েছে ৷ তিনি বলেন, "আমরা ওই স্কুলে ফের দুয়ারে সরকার ক্যাম্প করব ৷ এটা কোনও বড় ব্যাপার নয় ৷"

আরও পড়ুন: বৃষ্টির জলে মুছে যাচ্ছে আস্ত গ্রাম, মানুষের দুয়ারে পৌঁছয়নি সরকারি সাহায্য

এদিকে বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই কার্যত আত্মরক্ষায় নেমে পড়েছে প্রশাসন ৷ প্রশাসনের তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, ময়না হাইস্কুলে ক্যাম্প করার কোনও কথাই ছিল না ৷ এই দাবির সমর্থনে দুয়ারে সরকার ক্যাম্পের ওয়েবসাইটও দেওয়া হয়েছে ৷ কিন্তু সেই ওয়েবসাইটেই তালিকার তিন নম্বরে জ্বলজ্বল করছে ময়না হাইস্কুলের নাম ৷ এখন দেখার বিষয়, আগামীতে ওই স্কুলে ফের দুয়ারে সরকার ক্যাম্প হলে তার প্যান্ডেলে কোন রংয়ের কাপড় ব্যবহার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details