পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Stalling Official Documents: সরকারি কর্মীদের দিয়ে পঞ্চায়েতের ফাইল লোপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তৃণমূল নেতৃত্বের নির্দেশে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে গুরুত্বপূর্ণ ফাইল লোপাট করছিলেন পঞ্চায়েতের এগজিকিউটিভ, সেক্রেটারি ও সহায়ক (Stalling Official Documents From Panchayat Office)৷ সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন ডিওয়াইএফআইয়ের দুই সদস্য ৷ তাঁদের সঙ্গে ছিলেন দুই যুব কংগ্রেস কর্মীও ৷

Stalling Official Documents
প্রতিবাদে বাম কংগ্রেসের ধিক্কার মিছিল

By

Published : Mar 29, 2023, 12:37 PM IST

Updated : Mar 29, 2023, 1:14 PM IST

মালদা, ২৮ মার্চ:রাতে পঞ্চায়েত অফিস থেকে গুরুত্বপূর্ণ ফাইল লোপাটের অভিযোগ উঠল পঞ্চায়েতের এগজিকিউটিভ, সেক্রটরি ও সহায়কের বিরুদ্ধে (tmc accused of stalling official documents from Panchayat office)৷ বিরোধীদের অভিযোগ সেই কাজ চলছিল তৃণমূল নেতৃত্বের নির্দেশেই ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটনার সময় বাইককে করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ডিওয়াইএফআইয়ের দুই সদস্য ৷ তাঁদের সঙ্গে ছিলেন দুই যুব কংগ্রেস কর্মীও ৷ রাতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলতে দেখেই তাঁরা ওই চার জন দাঁড়িয়ে পড়েন ৷ তাঁরাই সরকারি কর্মীদের রাতে পঞ্চায়েত অফিসে আসার কারণ জিজ্ঞসা করেন ৷ অভিযোগ, এরপরই কয়েকজন তৃণমূলকর্মী তিন সরকারি কর্মী ও বাইক আরোহীদের উপর আক্রমণ করেন ৷ এই ঘটনায় গুরুতর আহত হন ওই তিনজন ৷ সোমবার রাতেই তাঁদের তিনজনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনকে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷ এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুরে তুমুল বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস ৷ যদিও এই ঘটনায় আহতদেরই কাঠগড়ায় তুলেছে তৃণমূল নেতৃত্ব ৷ ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে ৷

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতে ৷ 2017 সালের বন্যাত্রাণ নিয়ে এই পঞ্চায়েতের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে ৷ তা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে ৷ শুধু তাই নয়, 100 দিনের কাজের প্রকল্পেও এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে 10 কোটি টাকা তছরুপের মামলা রুজু হয়েছে ৷ আগামী 7 এপ্রিল সেই মামলার প্রথম শুনানি হবে ৷ এই পরিস্থিতিতে গতকাল রাত ১০টা নাগাদ পঞ্চায়েত দফতরে সেক্রেটারি বাপি বিশ্বাস, এগজিকিউটিভ বিপ্লব চক্রবর্তী ও সহায়ক দীপঙ্কর প্রামাণিককে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েন দুই ডিওয়াইএফআই কর্মী মহম্মদ ইরফান ও ইয়াহিয়া শেখ ৷ দাঁড়িয়ে পড়েন যুব কংগ্রেস কর্মী আসরাফুল হক ও শরিফুল শেখও ৷ তাঁরা সরকারি কর্মীদের অত রাতে পঞ্চায়েত অফিসে থাকার কারণ জিজ্ঞেস করতেই বচসা সৃষ্টি হয় ৷

অভিযোগ, প্রশ্ন করতেই পঞ্চায়েত সেক্রেটরি বাপি বিশ্বাস পঞ্চায়েতের গেটে তালা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন ৷ এবিষয়েই বাম-কংগ্রেস কর্মীরা তাঁদের জেরা শুরু করতেই আড়ালে লুকিয়ে থাকা তৃণমূল কর্মীরা তাঁদের উপর সরকারি কর্মীদের উপর আক্রমণ করেন ৷ তাঁদের বাইক দুটিও ভাঙচুর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাম-কংগ্রেস কর্মীরা ৷ আহত চারজনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে গুরুতর আহত মহম্মদ ইরফানকে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷


এই প্রসঙ্গেই ইরফান বলেন, ''আমি মাঝেমধ্যে হরিশ্চন্দ্রপুরে গরম মিষ্টি খেতে যাই ৷ সোমবারও গিয়েছিলাম । অত রাতেও পঞ্চায়েত দফতরে আলো জ্বলতে দেখতে পাই ৷ গিয়ে দেখি, সরকারি কর্মীরা সেখানে রয়েছেন ৷ আমি এবিষয়ে জিজ্ঞেস করতেই তাঁরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তবে আমাদের তখনও তেমন কিছু সন্দেহ হয়নি ৷ আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম ৷ তখনই 15-20 জন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে ৷ পঞ্চায়েত প্রধান কাউসার আলি আমার মাথা ফাটিয়ে দেয় ৷ উপপ্রধান ওয়াহেদুর রহমান ওরফে গুড্ডুও আমাকে মারে ৷ আসলে ওই পঞ্চায়েতের বিরুদ্ধে 100 দিনের কাজে 10কোটি টাকার মামলা রুজু হয়েছে ৷ আগামী সপ্তাহে হাইকোর্টে তার শুনানি রয়েছে ৷ তার আগে ওরা সরকারি কর্মীদের সাহায্যে পঞ্চায়েতের নথিপত্র লোপাটের চেষ্টা করছিল ৷''
অভিযুক্ত প্রধান কাউসার আলির বক্তব্য, ''আজ পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন ৷ আরও কিছু প্রকল্পের কাজ চলছে ৷ সেমবার রাতে বিডিওর মৌখিক নির্দেশে সরকারি কর্মীরা পঞ্চায়েতে ছিলেন ৷ কাজ সারতে রাত হয়ে গিয়েছিল ৷ সেই সময় বিরোধীরা পঞ্চায়েত লুট করার চেষ্টা করে ৷ পঞ্চায়েত কর্মীদের মারধর করেছে ৷ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায় ৷ তবে তাদেরকে মারধর কিংবা বাইক ভাঙচুর করেছে জানি না ৷''

আরও পড়ুন:তৃণমূল কর্মীদের জন্য বারবার চাকরির সুপারিশ করবেন, ফের বিতর্কিত মন্তব্য মদনের

সোমবারের রাতের এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুরে ধিক্কার মিছিল বের করে বাম-কংগ্রেস ৷ অংশ নেন বামফ্রন্টের মালদা জেলা আহ্বায়ক অম্বর মিত্র, সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম, শেখ খলিল, বিমানবিহারী বসাক-সহ আরও অনেকে ৷ মিছিলে অংশ নেন দুই শিবিরের ছাত্র-যুবরাও ৷ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে ৷

Last Updated : Mar 29, 2023, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details