মালদা, ২৮ মার্চ:রাতে পঞ্চায়েত অফিস থেকে গুরুত্বপূর্ণ ফাইল লোপাটের অভিযোগ উঠল পঞ্চায়েতের এগজিকিউটিভ, সেক্রটরি ও সহায়কের বিরুদ্ধে (tmc accused of stalling official documents from Panchayat office)৷ বিরোধীদের অভিযোগ সেই কাজ চলছিল তৃণমূল নেতৃত্বের নির্দেশেই ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটনার সময় বাইককে করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ডিওয়াইএফআইয়ের দুই সদস্য ৷ তাঁদের সঙ্গে ছিলেন দুই যুব কংগ্রেস কর্মীও ৷ রাতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলতে দেখেই তাঁরা ওই চার জন দাঁড়িয়ে পড়েন ৷ তাঁরাই সরকারি কর্মীদের রাতে পঞ্চায়েত অফিসে আসার কারণ জিজ্ঞসা করেন ৷ অভিযোগ, এরপরই কয়েকজন তৃণমূলকর্মী তিন সরকারি কর্মী ও বাইক আরোহীদের উপর আক্রমণ করেন ৷ এই ঘটনায় গুরুতর আহত হন ওই তিনজন ৷ সোমবার রাতেই তাঁদের তিনজনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনকে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷ এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুরে তুমুল বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস ৷ যদিও এই ঘটনায় আহতদেরই কাঠগড়ায় তুলেছে তৃণমূল নেতৃত্ব ৷ ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে ৷
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতে ৷ 2017 সালের বন্যাত্রাণ নিয়ে এই পঞ্চায়েতের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে ৷ তা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে ৷ শুধু তাই নয়, 100 দিনের কাজের প্রকল্পেও এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে 10 কোটি টাকা তছরুপের মামলা রুজু হয়েছে ৷ আগামী 7 এপ্রিল সেই মামলার প্রথম শুনানি হবে ৷ এই পরিস্থিতিতে গতকাল রাত ১০টা নাগাদ পঞ্চায়েত দফতরে সেক্রেটারি বাপি বিশ্বাস, এগজিকিউটিভ বিপ্লব চক্রবর্তী ও সহায়ক দীপঙ্কর প্রামাণিককে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েন দুই ডিওয়াইএফআই কর্মী মহম্মদ ইরফান ও ইয়াহিয়া শেখ ৷ দাঁড়িয়ে পড়েন যুব কংগ্রেস কর্মী আসরাফুল হক ও শরিফুল শেখও ৷ তাঁরা সরকারি কর্মীদের অত রাতে পঞ্চায়েত অফিসে থাকার কারণ জিজ্ঞেস করতেই বচসা সৃষ্টি হয় ৷
অভিযোগ, প্রশ্ন করতেই পঞ্চায়েত সেক্রেটরি বাপি বিশ্বাস পঞ্চায়েতের গেটে তালা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন ৷ এবিষয়েই বাম-কংগ্রেস কর্মীরা তাঁদের জেরা শুরু করতেই আড়ালে লুকিয়ে থাকা তৃণমূল কর্মীরা তাঁদের উপর সরকারি কর্মীদের উপর আক্রমণ করেন ৷ তাঁদের বাইক দুটিও ভাঙচুর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাম-কংগ্রেস কর্মীরা ৷ আহত চারজনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে গুরুতর আহত মহম্মদ ইরফানকে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷