মালদা, 19 জুন: মনোনয়ন তুলে নেওয়ার জন্য সারাদিন ধরে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল । অবশেষে জোর করে মনোনয়ন তোলাতে বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে । ঘটনার কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ও জেলা প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বিজেপি বিধায়কের ।
ইংরেজবাজারের 27 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির প্রার্থী হয়েছেন নিমাই সিংহ । অভিযোগ, নিমাইবাবুর মনোনয়ন প্রত্যাহারের জন্য রবিবার সকাল থেকে শাসকদলের লোকজন দলে দলে তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিতে থাকে । বিকেল সাড়ে পাঁচটে নাগাদ শাসকদলের কিছু লোক নিমাইবাবুর ভাই প্রসেনজিৎ সিংহকে বাড়ি থেকে মারতে মারতে আমবাগানে নিয়ে যায় বলে অভিযোগ । সেখান থেকে রাস্তায় পৌঁছে একটি লাল গাড়িতে করে প্রসেনজিতবাবুকে অপহরণ করে পালায় তারা । খবর পেয়ে ওই এলাকায় যান ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী । তিনি পুলিশ ও জেলাশাসককে ফোন করেন । কিন্তু এখনও পর্যন্ত জেলা প্রশাসন কিংবা পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ।
বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, "ইংরেজবাজারের 27 নম্বর পঞ্চায়েত সমিতির আমাদের দলের প্রার্থী নিমাই সিংহের বাড়িতে রবিবার সকাল থেকে শাসকদলের লোকজন দলে দলে এসে মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে । বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শাসকদলের লোকজন নিমাই সিংহের ভাই প্রসেনজিৎ সিংহকে মারতে মারতে আমবাগানে নিয়ে যায় । পরিবার ও গ্রামের লোকজন তাদের পিছু নেয় । কিন্তু কেউ প্রসেনজিতবাবুকে তাদের হাত থেকে ছাড়াতে পারেনি ।"