মালদা, 26 জুন: ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ছাড়চ্ছে মালদার কালিয়াচকে ৷ রবিবার রাতে কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি গ্রামে আক্রান্ত হয়েছেন ওই এলাকার সিপিএম গ্রাম পঞ্চায়েত প্রার্থী ৷ এই ঘটনায় সরাসরি নাম জড়িয়েছে বুথের তৃণমূল প্রার্থী ও তাঁর সঙ্গীদের ৷ আহত সিপিএম প্রার্থী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গোটা ঘটনা নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার তদন্তে নামলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ৷
আক্রান্ত সিপিএম প্রার্থীর নাম কাওসার আলি ৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনগর কাঁঠালবাড়ির 16 নম্বর বুথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ৷ রবিবার রাতে এলাকায় প্রচার চালানোর সময় তিনি আক্রান্ত হন ৷ তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনায় আক্রান্ত কাওসার বলেন, "এবারের নির্বাচনে আমি সিপিএমের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিই ৷ তারপর থেকেই মনোনয়ন প্রত্যহারের জন্য তাঁর উপর চাপ দিয়ে যাচ্ছে তৃণমূলের লোকজন ৷ 20 জুন, মনোনয়ন প্রত্যাহারের দিন দুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি মাসিদুর রহমান ও ওই বুথের তৃণমূল প্রার্থী হুমায়ুন শেখ আমাকে মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দেয় ৷ তাদের কথা না মানলে আমার ব্যবসা বন্ধ করা থেকে শুরু করে খুনে করারও হুমকি দেয় ৷ গতকাল রাতে আমি যখন এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলাম, তখন হুমায়ুন ও তার দলবল আমার উপর হামলা চালায় ৷ হুমায়ুন লোহার রড দিয়ে আমার মাথায় মারে ৷ ওদের সঙ্গে বোমা-পিস্তলও ছিল ৷ এই ঘটনার পর আমি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ৷ আমি পুলিশের কাছে নিরাপত্তা দাবি করছি ৷ হুমায়ুনরা আমাকে খুন করে দিতে পারে ৷ অতীতে ওদের নামে অনেক খারাপ রিপোর্টও রয়েছে ৷"