মালদা,12 জুলাই: ভোট পরবর্তী হিংসা প্রাণ কাড়ল আরও এক বিরোধী শিবিরের কর্মীর । কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল প্রার্থী রোজিনা খাতুনের স্বামী-সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন কংগ্রেস কর্মী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার ভাগো গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। মৃত কংগ্রেস কর্মীর নাম ফটিকুল হক (24)।
বুধবার ফটিকুলের দাদা সাইদুল হক বলেন, "আমরা হেরে গিয়েছি ধরে নিয়েই গতকাল বিকেলে বাড়ি ফিরে আসি । বাড়ি ফিরে আমরা নিজের নিজের কাজে বাজারের দিকে যাই । সেই সময়ে ভাই বাড়িতে একাই ছিল । তৃণমূলের লোকজন মিছিল করে শ্লোগান দিতে দিতে বাড়ির সামনে এসে বাড়ি লক্ষ্য করে বোমা ও আতসবাজি ছোঁড়ে। কয়েকটা বোমা ছোঁড়ার পর ভাই ভয়ে বাড়ি থেকে বেড়িয়ে এসে ওদের থেকে জানতে চেয়েছিল, কেন ওরা এসব করছে ? সেই সময় তৃণমূল প্রার্থী রোজিনা খাতুনের ইশারাতে তার সমর্থকরা আমার ভাইকে ধাওয়া করে এবং তারপর তাঁকে ধরে ব্যাপক মারধর করে। মারধরের কারণেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। শাসকদলের অত্যাচারে আহত হয়েছেন আমাদের আরও পাঁচকর্মী।"
মৃতের আরেক দাদা সাদিকুল ইসলাম বলেন, "তৃণমূলের লোকজন বিজয় মিছিল করতে করতে বাড়ির সামনে এসে গরুর ঘরে বেশকিছু বাজি ফেলে। গরুর ঘরে আগুন ধরে যায়। আমাদের মোট ছয়জনকর্মীকে মারধর করা হয়েছে। দু’জন মালদা মেডিক্যাল কলেজ চিকিৎসাধীন। বাকিরা রতুয়া গ্রামীণ হাসপাতালে ভরতি রয়েছেন। আমরা দোষীদের শাস্তি চাই।"