পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post poll violence: বিজয় মিছিল থেকে বাড়িতে বোমা, কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোট পরবর্তী হিংসার বলি আরও এক ৷ মালদার রতুয়া থানার ভাগো গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ৷ ঘটনায় তদন্ত শুরু পুলিশের ৷

Etv Bharat
কংগ্রেসকর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Jul 12, 2023, 8:27 PM IST

কংগ্রেসকর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মালদা,12 জুলাই: ভোট পরবর্তী হিংসা প্রাণ কাড়ল আরও এক বিরোধী শিবিরের কর্মীর । কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল প্রার্থী রোজিনা খাতুনের স্বামী-সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন কংগ্রেস কর্মী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার ভাগো গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। মৃত কংগ্রেস কর্মীর নাম ফটিকুল হক (24)।

বুধবার ফটিকুলের দাদা সাইদুল হক বলেন, "আমরা হেরে গিয়েছি ধরে নিয়েই গতকাল বিকেলে বাড়ি ফিরে আসি । বাড়ি ফিরে আমরা নিজের নিজের কাজে বাজারের দিকে যাই । সেই সময়ে ভাই বাড়িতে একাই ছিল । তৃণমূলের লোকজন মিছিল করে শ্লোগান দিতে দিতে বাড়ির সামনে এসে বাড়ি লক্ষ্য করে বোমা ও আতসবাজি ছোঁড়ে। কয়েকটা বোমা ছোঁড়ার পর ভাই ভয়ে বাড়ি থেকে বেড়িয়ে এসে ওদের থেকে জানতে চেয়েছিল, কেন ওরা এসব করছে ? সেই সময় তৃণমূল প্রার্থী রোজিনা খাতুনের ইশারাতে তার সমর্থকরা আমার ভাইকে ধাওয়া করে এবং তারপর তাঁকে ধরে ব্যাপক মারধর করে। মারধরের কারণেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। শাসকদলের অত্যাচারে আহত হয়েছেন আমাদের আরও পাঁচকর্মী।"

মৃতের আরেক দাদা সাদিকুল ইসলাম বলেন, "তৃণমূলের লোকজন বিজয় মিছিল করতে করতে বাড়ির সামনে এসে গরুর ঘরে বেশকিছু বাজি ফেলে। গরুর ঘরে আগুন ধরে যায়। আমাদের মোট ছয়জনকর্মীকে মারধর করা হয়েছে। দু’জন মালদা মেডিক্যাল কলেজ চিকিৎসাধীন। বাকিরা রতুয়া গ্রামীণ হাসপাতালে ভরতি রয়েছেন। আমরা দোষীদের শাস্তি চাই।"

জানা গিয়েছে, গণনার পর রতুয়া 1 ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের একটি আসনে শাসকদলের প্রার্থী রোজিনা খাতুনকে জয়ী ঘোষণা করা হয়। এরপরেই কংগ্রেসের লোকজন বাড়ি ফিরে আসেন। রাতে তৃণমূলের বিজয় মিছিল বাজি পোড়াতে পোড়াতে ফটিকুলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় ফটিকুলের বাড়িতে বেশ কয়েকটি বোমা ও আতসবাজি ছোঁড়া হয়। ভয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসে ফটিকুল ৷ অভিযোগ, তৃণমূলের সমর্থকদের এই ধরণের আচরণ করতে বারণ করলে শাসকদলের সমর্থকরা ফটিকুলকে সাহেবকে বেধড়ক মারধর করে। ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার মামলায় রাজ্য ও কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

আহত হয়েছেন আরও বেশ কিছু স্থানীয় কংগ্রেস কর্মীরাও। গুরুতর আহত ফটিকুলকে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাতেই ফটিকুলকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন ৷ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফটিকুল হকের। এই ঘটনায় পরিবারের তরফে এখনও পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে কি না, জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details