পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 3 মাদক পাচারকারী

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বালিয়াডাঙায় হানা দেয় ৷ সেখানেই তথ্য় অনুযায়ী 3 জনকে আটক কর তল্লাশি শুরু করে পুলিশ ৷ তল্লাশিতে তাদের কাছ থেকে মাদক ইয়াবার প্যাকেট উদ্ধার হয় ৷ পরে পুলিশ জানতে পারে সেখানে প্রায় 2 হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে ৷

three person arrested with 2 thousand yaba tablet in malda
2 হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার 3 মাদক পাচারকারী

By

Published : Jan 31, 2021, 7:11 PM IST

মালদা, 31 জানুয়ারি: দু’হাজার ইয়াবা ট্যাবলেট সহ 3 মাদককারবারীকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ ৷ বালিয়াডাঙা নামের একটি এলাকায় হানা দিয়ে এই 3 জনকে আটক করে পুলিশ ৷ তাদের তল্লাশি চালাতেই এই বিপুল পরিমাণ মাদক ট্য়াবলেট উদ্ধার করে পুলিশ ৷ জানা গিয়েছে তিন মাদককারবারীর নাম সাফিকুল ইসলাম, সামিউল শেখ ও মুক্তাজাম শেখ ৷

গ্রেপ্তার হওয়া 3 মাদক পাচারকারী

আরও পড়ুন : ঘোলায় কয়েক কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার 2

পুলিশের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বালিয়াডাঙায় হানা দেয় ৷ সেখানেই তথ্য় অনুযায়ী 3 জনকে আটক কর তল্লাশি শুরু করে পুলিশ ৷ তল্লাশিতে তাদের কাছ থেকে মাদক ইয়াবার প্যাকেট উদ্ধার হয় ৷ পরে পুলিশ জানতে পারে সেখানে প্রায় 2 হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে ৷ ধৃতদের মধ্যে মুক্তাজাম শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ এই মাদকগুলি কোথা থেকে এলো এবং কোথায় এগুলি পাচার করা হচ্ছিল তা জানতে, ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details