মালদা, 9 মে : ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের চারজনের লালারসের নমুনায় কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে । এরপরই এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন । প্রশাসনের কোনও অনুমতি ছাড়াই গ্রাম-পাড়ায় বেড়া দিয়ে ঘিরতে শুরু করেছে গ্রামবাসীরা ৷ বিশেষ করে ওই ব্লকের তুলসীহাটা, রামপুর, মহেন্দ্রপুর, রানিপুরা, মানকিবাড়ি সহ একাধিক গ্রামে এই ছবি ধরা পড়েছে ৷ এরই মধ্যে আজ দুপুরে চাউর হয়ে যায়, শুধু গতকালের চারজনই নয়, আজ ভিনরাজ্য থেকে ঘরে ফেরা আরও তিনজন কোরোনা আক্রান্ত । যদিও এবিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷
গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাজস্থানের আজমেড় থেকে ফিরে আসা 225 জনের মধ্যে চার পরিযায়ী কোরোনা পজ়িটিভ ৷ রাতেই ওই চারজনকে পুরাতন মালদার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এরা মহেন্দ্রপুর, রানিপুরা ও মানকিবাড়ির চান্দিপুরের বাসিন্দা ৷ গতকাল রাতেই গোটা এলাকায় খবরটা ছড়িয়ে পড়ে ৷ আজ সকাল থেকে বিভিন্ন গ্রাম ঘেরার কাজ শুরু করে স্থানীয়রা ৷ তুলসিহাটা গ্রামের রবীন্দ্র রাম বলেন, "রাতেই আমরা শুনি, এই ব্লকের চারজন কোরোনা পজ়িটিভ ৷ এরপরই নিজেদের সুরক্ষায় আমরা নিজেদের পাড়া ঘেরাবন্দি করেছি ৷ এর জন্য প্রশাসনের কাছে কোনও অনুমতি নিইনি ৷ প্রশাসন বললে আমরা ঘেরাবন্দি তুলে দেব ৷ কিন্তু আমাদের সুরক্ষা আমাদেরই নিতে হবে ৷"
ইসলামপুর এলাকার আসানুল হক বলেন, "আমাদের গ্রামের একজন পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷ এই গ্রামে প্রায় 50 জন বাইরে থেকে এসেছে ৷ কিন্তু প্রশাসনের তরফে তাঁদের কোয়ারানটিনে রাখা হচ্ছে না ৷ তাই আমাদের আবেদন, ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের যেন কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করা হয় ।"