মালদা, 24 জুন : গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় ডাকাতির ছক বানচাল করে দিল মালদার চাঁচল থানার পুলিশ ৷ এই ঘটনায় আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র-সহ তিনজনকে গ্রেফতারও করেছে তারা ৷ ধৃতরা হল সুরজিৎ লালা (26), রুবেল শেখ (22) ও আবদুল মান্নান (40) ৷
বৃহস্পতিবার ভোররাতের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশের একটি দল চাঁচল ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হানা দেয় ৷ নির্দিষ্ট তথ্য অনুযায়ী, ওই এলাকায় কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ৷ পুলিশকে আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে তারা ৷
আরও পড়ুন :১ লক্ষ ৪৫ হাজার টাকার জালনোট উদ্ধার মালদায়, গ্রেফতার চার
এরপর সন্দেহভাজনদের তাড়া করে তাদের মধ্যে তিনজনকে ধরে ফেলে পুলিশ ৷ অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও কয়েকজন ৷ তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি ধারাল অস্ত্র ও দুটি লোহার রড ৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি নম্বর প্লেটহীন মোটরবাইকও উদ্ধার করে পুলিশ ৷