মালদা, 26 মার্চ : আসামি ধরে থানায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন সিভিক ভলান্টিয়ারের । আহত দুই মহিলাসহ ছয়জন । বর্তমানে আহতরা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । মৃত তিন সিভিক ভলান্টিয়ারের নাম ইব্রাহিম শেখ, পঙ্কজ মণ্ডল ও ওবাইদুর শেখ । মৃতেরা কালিয়াচকের সুলতানগঞ্জ, আলিপুর ও গদুয়া এলাকার বাসিন্দা । গতকাল রাতে কালিয়াচকের জালালপুর সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তল্লাশি চালিয়ে আসামিকে নিয়ে থানায় ফিরছিল পুলিশের চারটি গাড়ি । জালালপুরের 34 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি । দুর্ঘটনায় মৃত্যু হয় তিন সিভিক ভলান্টিয়ারের । আহত হন আরও ছয়জন । আহতেরা বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক সাবিনা ইয়াসমিন ।