মালদা, 21 মে :করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মালদা শহরেই প্রশাসনের তরফে সেফ হোম তৈরি করা হয়েছে ৷ কম উপসর্গহীন অথবা যেসব সংক্রমিতের বাড়িতে আইসোলেশনে থাকার পরিকাঠামো নেই, তাঁদের এই সেফ হোমে রাখা হচ্ছে ৷ কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে এখনও জেলার কোনও ব্লকে তৈরি করা হয়নি সেফ হোম ৷ এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি ৷ 99 বছরের প্রাচীন এই সমিতির ক্লাবঘরে আজ থেকে চালু হয়েছে সেফ হোম ৷
এপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির তরফে ট্রাস্টি বোর্ডের সদস্য তারকেশ্বর রায় বলেন, “হরিশ্চন্দ্রপুরের মানুষের কথা ভেবে আমরা নিজেদের ক্লাবঘরে দুই শয্যার সেফ হোম তৈরি করেছি ৷ প্রয়োজনে এখানে 20টি শয্যার ব্যবস্থা করা হবে ৷ আমাদের কাছে আপাতত চারটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে ৷ আমরা আরও 10 টি সিলিন্ডার কিনতে চাই ৷ কিন্তু এখন অক্সিজেন সিলিন্ডার কোথাও পাওয়া যাচ্ছে না ৷ এক্ষেত্রে সরকারি সহায়তা পেলে ভাল হয় ৷ আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, এই সেফ হোমের জন্য চিকিৎসক ও নার্সের ব্যবস্থা করা হলে আমাদের খুব সুবিধে হবে ৷ রোগীদের বাকি সব ব্যবস্থা আমরাই করব ৷”