পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা আক্রান্ত বৃদ্ধাকে স্ট্রেচারে বয়ে হাসপাতালে পাঠালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক - করোনা ভাইরাস

খবর পেয়েই সাহা দম্পতির বাড়ি যান মানিকচকের ব্লক স্বাস্থ্য আধিকারিক হেমনারায়ণ ঝা ৷ সঙ্গে একজন এএনএম ও এক স্বাস্থ্যকর্মীও ছিলেন ৷ বিএমওএইচ নিজেই স্বরমালাদেবীকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে তুলে দেন ৷ বৃদ্ধাকে মালদা মেডিকেলের কোভিড ইউনিটে ভর্তির ব্যবস্থা করেন ৷

মানিকচকের ব্লক স্বাস্থ্য আধিকারিক হেমনারায়ণ ঝা
মানিকচকের ব্লক স্বাস্থ্য আধিকারিক হেমনারায়ণ ঝা

By

Published : May 8, 2021, 10:51 AM IST

মালদা, 8মে :একদিকে আত্মীয়স্বজন ও পড়শিদের অমানবিকতা, অন্যদিকে স্বাস্থ্যকর্তার মানবিকতার সাক্ষী থাকল মানিকচক ৷ ঘরে পড়ে থাকা করোনা আক্রান্ত সত্তর বছরের বৃদ্ধাকে যখন পরিবারের লোকজনই একঘরে করে রেখেছে, তখন নিজের হাতে আক্রান্তকে স্ট্রেচারে তুলে মালদা মেডিকেলে পাঠালেন খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷ ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের কামালপুর গ্রামে ৷

কামালতিপুর গ্রামের বাসিন্দা প্রভাস সাহা ৷ বয়স প্রায় আশি ৷ একসময় কৃষি শ্রমিক ছিলেন ৷ শক্তি হারানোর পর তাঁর ছেলে সুরেশ সংসারের হাল ধরেন ৷ সম্প্রতি সুরেশ করোনা সংক্রমিত হন ৷ গত 27 এপ্রিল তাঁর মৃত্যু হয় ৷ স্বামীর মৃত্যুর পর সুরেশের স্ত্রী রাজমহলে বাবার বাড়ি গিয়েছিলেন ৷ এদিকে বউমা বাবার বাড়ি চলে যাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন প্রভাসবাবু ও তাঁর স্ত্রী স্বরমালাদেবী ৷ গত সোমবার বৃদ্ধার লালারসের নমুনা পরীক্ষা করা হয় ৷ গতকাল রিপোর্ট এলে দেখা যায়, তিনি করোনা সংক্রমিত ৷ প্রভাসবাবুর শরীরে ভাইরাস থাবা বসিয়েছে কিনা তা তখনও জানা যায়নি ৷ তবে বৃদ্ধা করোনা আক্রান্ত শুনেই আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা দু’জনকে কার্যত অচ্ছুত করে দেয় ৷ এমনকি বৃদ্ধ দম্পতির মেয়েরা এলাকায় থাকলেও কেউ এগিয়ে আসেননি ৷ ফলে ফাঁকা বাড়িতেই পড়ে ছিলেন বৃদ্ধ-বৃদ্ধা ৷

করোনা আক্রান্ত বৃদ্ধাকে হাসপাতালে পাঠালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক

এই খবর পেয়েই সাহা দম্পতির বাড়ি যান মানিকচকের ব্লক স্বাস্থ্য আধিকারিক হেমনারায়ণ ঝা ৷ সঙ্গে একজন এএনএম ও এক স্বাস্থ্যকর্মী ছিলেন ৷ বিএমওএইচ নিজেই স্বরমালাদেবীকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে তুলে দেন ৷ বৃদ্ধাকে মালদা মেডিকেলের কোভিড ইউনিটে ভর্তির ব্যবস্থা করেন ৷ তিনি বলেন, “এখানে যা ঘটেছে, তা ঠিক নয় ৷ খবর পেয়েই আমি দেড় ঘণ্টা আগে কামালপুর গ্রামে অ্যাম্বুলেন্স পাঠাই ৷ কিন্তু করোনা আক্রান্ত ওই বৃদ্ধাকে কেউ অ্যাম্বুলেন্সে তুলে দেয়নি ৷ এখন সবাইকে এক হয়ে কাজ করতে হবে ৷ এই সময় আমরা যদি একে অন্যকে সাহায্য না করি, তবে বড় বিপদ ৷”

আরও পড়ুন :মালদায় বজ্রাঘাতে মৃত্যু এক কিশোর সহ দুই মহিলার, আহত আরও 2

এদিকে এমন ঘটনার খবর পেয়েই বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসেন সাহা দম্পতির বউমা পুনম সাহা ৷ তিনি বলেন, "খবর পেয়েই আমি বাবার বাড়ি থেকে চলে আসি ৷ দেখি, শ্বশুর-শাশুড়ি ঘরে পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি ৷ এমনকি তাঁদের মেয়েরাও বাবা-মাকে এড়িয়ে যাচ্ছেন ৷ শেষ পর্যন্ত মানিকচক থেকে চিকিৎসক এসে শাশুড়িকে হাসপাতালে নিয়ে গিয়েছেন৷ শ্বশুরের লালারস পরীক্ষা করে তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হবে ৷" জানা গিয়েছে, পরে প্রভাসবাবুর রাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় বিএমওএইচ তাঁকেও আজ মালদা মেডিকেলে ভর্তির ব্যবস্থা করেছেন ৷ ইতিমধ্যে মেডিকেলে চিকিৎসা শুরু হয়েছে প্রভাসবাবুর ৷

ABOUT THE AUTHOR

...view details