মালদা, 25 জুলাই : উদ্যোগ নিয়েছিলেন ইংরেজবাজার পৌরসভার বিদায়ী কাউন্সিলর ৷ সেই উদ্যোগকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছিলেন জেলা প্রশাসনের দুই শীর্ষকর্তা, জেলাশাসক ও সদর মহকুমাশাসক। সমর্থন জানিয়েছিল জেলার বণিকসভাও । সব পক্ষের মেলবন্ধনে মালদা শহরের সৌন্দর্যায়নের নতুন ভিত্তিপ্রস্তর হল মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ্ মঞ্চে । আয়োজিত হল নাগরিক সভা । যেখানে উপস্থিত ছিলেন মালদা শহরের বহু শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক, ছোট ও বড় ব্যবসায়ী, কবি, শিল্পী, সাহিত্যিক সবাই ৷ সভাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মালদা শহরকে আরও সুন্দর করে গড়ে তুলতে দ্রুত বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে ৷
এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর আশিস কুণ্ডু । শহরের মধ্যে দিয়ে যাওয়া 12 নম্বর জাতীয় সড়কের (পূর্বে 34নং জাতীয় সড়ক) সৌন্দর্যায়নের জন্যই তিনি এই সভার উদ্যোগ নিয়েছিলেন । কিন্তু সভার মধ্যে এছাড়াও উঠে এসেছে আরও একাধিক বিষয় । আশিসবাবু বলেন, “মহানন্দা ব্রিজ থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত জাতীয় সড়ক এখন যন্ত্রণার সড়কে পরিণত হয়েছে । এর থেকে মুক্তি পেতে আমরা অনেকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, আন্দোলন করেছি । আমরা চাই, এই সড়কের দু’ধারে এবং মাঝখানে বুলেভার্ড করে গাছ লাগানো হোক । আলোয় মুড়ে ফেলা হোক উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগকারী এই জাতীয় সড়ককে । বাজুক রবীন্দ্র সংগীত । তাতে সুস্থ হবে পরিবেশ । তার জন্য জাতীয় সড়ক দখল করে থাকা ব্যবসা এবং বেআইনি পার্কিং তুলে দেওয়া হোক । এ নিয়েই আজ নাগরিক সভার আয়োজন ।”
আজ মালদা ছেড়ে বাইরে যাওয়ার আগে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু, আশিসবাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “জাতীয় সড়ক পরিষ্কার করে সৌন্দর্যায়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি । আমরাও সেটাই চাই । কিন্তু, যেসব ব্যবসায়ী জাতীয় সড়কে ব্যবসা করেন, তাঁদের একটা বিকল্প ব্যবস্থা করতে হবে । এই মুহূর্তে শহরের অতুল মার্কেট অব্যবহৃত অবস্থায় রয়েছে । সেখানে ওই ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে ।”