দুয়ারে স্বাক্ষর সংগ্রহে নামলেন টেট উত্তীর্ণরা মালদা, 29 মার্চ: রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের অনুকরণে, নিজেদের যন্ত্রণার কথা দুয়ারে দুয়ারে পৌঁছে চাকরির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামলেন 2014 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। পাশাপাশি অযোগ্য প্রার্থীদের দিয়ে শিক্ষকতা করালে নতুন প্রজন্মের ভবিষ্যৎ কোথায় যাবে, তাও সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন তাঁরা। বৃধবার দুপুরে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে চাকরিপ্রার্থীদের এই কর্মসূচি শুরু হয় (TET Pass Candidates Take New Initiative Demanding Job) ৷
এক চাকরিপ্রার্থী, ডনি পোদ্দার ইটিভি ভারতকে বলেন, "চাকরির দাবিতে পুরো পশ্চিমবঙ্গজুড়ে গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হয়েছে। আজ থেকে মালদা জেলায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করলাম। আমাদের সঙ্গে রাজ্য সরকার এবং পর্ষদ দু'বার বিশ্বাসঘাতকতা করেছে। সাদা খাতা জমা নিয়ে, টাকা পয়সার লেনদেন করে চাকরি দেওয়া হয়েছে। 2016 সালে 16 হাজার 500 জনের নিয়োগের কথা বলা হয়েছিল। বাকিদের ধাপে ধাপে নেওয়ার কথা ছিল। কিন্তু আমরা আরটিআই করে জানতে পেরেছি, 10 হাজারের মতো নিয়োগ করা হয়েছে। এরমধ্যেও বহু কারচুপি রয়েছে।"
তিনি আরও বলেন, "অযোগ্যরা স্কুলে পড়াচ্ছে। আর যোগ্য প্রার্থীরা ধরনায় বসে রয়েছেন। আমাদের চাকরি চুরি হয়েছে। চাকরির দাবিতে দুয়ারে দুয়ারে পৌঁছে আমরা 5 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করব। সেই গণস্বাক্ষর নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর নবান্নে পৌঁছে দিয়ে আসব। যতক্ষণ না আমরা নিয়োগপত্র পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা আমরণ অনশনেও বসব।" আরেক চাকরিপ্রার্থী ঝুমা শর্মার কথায়, আমরা 2014 সালে টেট উত্তীর্ণ হয়েছি। কলকাতায় আমাদের ধরনামঞ্চ চলছে। সেখান থেকে আমরা গণস্বাক্ষর অভিযান শুরু করেছি।
আরও পড়ুন:আসছেন প্রধানমন্ত্রী, চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ ফাঁকা করার নির্দেশ পুলিশের
আজ থেকে মালদা জেলার সমস্ত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা গণস্বাক্ষর অভিযানে নেমেছি। আমরা নিজেদের যন্ত্রণার কথা দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছে দিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করছি। সাদা খাতা জমা দিয়ে, টাকার লেনদেনের মাধ্যমে চাকরি হয়েছে। অথচ আমরা, যোগ্য চাকরিপ্রার্থীরা আজ রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। কারণ, আমাদের চাকরিগুলো চুরি হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম দেখছে, পড়াশোনা করে আমাদের কী অবস্থা! আমরা তাঁদের কী করে বলব, চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমাদের চাকরির ব্যবস্থা করে দিন।