মালদা, 7 অগাস্ট : কিশোরীকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে । মালদার হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর এলাকার ঘটনা । গতকাল নির্যাতিতা কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয় । তার ভিত্তিতে অভিযুক্ত বাবাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।
মেয়েকে ধর্ষণের অভিযোগ, জেল হেপাজতে ব্যক্তি - মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা
বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে । গতকাল নির্যাতিতার জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।
নির্যাতিতা কিশোরী স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে । বুধবার বিকেলে নির্যাতিতা কিশোরীর দিদি ও জামাইবাবু হরিশ্চন্দ্রপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন । পুলিশি অভিযোগে তাঁরা বলেন, কয়েকদিন আগে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নামে মেয়েকে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত । মেয়ে ভয়ে ঘটনাটি কাউকে বলতে পারেনি। দিন দুয়েক অগে ফের একই ঘটনার পর নির্যাতিতা সবকিছু দিদিকে জানায় । এরপরই বুধবার বিকেলে দিদি ও জামাইবাবু নির্যাতিতা কিশোরীকে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে নির্যাতিতা কিশোরীর বাবাকে বুধবার রাতে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে নির্যাতিতা কিশোরীর বাবাকে গ্রেপ্তার করে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে । ধৃত ব্যক্তি 11 বছর আগে প্রথম স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল । নির্যাতিতা কিশোরী তার প্রথম পক্ষের মেয়ে । গতকাল নির্যাতিতা কিশোরীর শারীরিক পরীক্ষা করিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় । সেখানে তার গোপন জবানবন্দি নেওয়া হয় । এরপরই অভিযুক্তকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।