মালদা, 20 অগস্ট : সরকারি বিধিনিষেধের মধ্যেই রাস্তায় নামল মহরমের তাজিয়া। আর তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন একজন ৷ আহত 8 জন। আহতরা বর্তমানে মিলকি গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকি এলাকায়।
এদিন সকালে ইংরেজবাজারের মিলকির আটাগামা এলাকায় তাজিয়া নিয়ে মহরমের মিছিল বেরোয়। এলাকা পরিক্রমার সময় হঠাৎ একটি হাইভোল্টেজ ইলেকট্রিক তারের সঙ্গে তাজিয়ার সংস্পর্শ হয়। তড়িদাহত হন প্রায় 9 জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে রেফার করা হয় 4 জনকে।
মালদা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক আহত মহম্মদ হাসিন নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করেন। পরিবারের লোকজন হাসিনকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। পথেই মৃত্যু হয় হাসিনের।