পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 9, 2020, 9:44 PM IST

ETV Bharat / state

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু কোরোনা পরীক্ষা

এতদিন পর্যন্ত মালদা সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার বাসিন্দাদের সোয়াব পরীক্ষা কলকাতা নয়তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করাতে হত ৷ কয়েকদিন আগে মালদা মেডিকেলে কোরোনা পরীক্ষার যন্ত্রপাতি বসানো হয় ৷ তবে কিটের অভাবে পরীক্ষার কাজ শুরু করা যাচ্ছিল না ৷ অবশেষে কিট পেয়ে আজ থেকে মালদা মেডিকেলে শুরু হল সোয়াব পরীক্ষা ৷

Malda
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে

মালদা , 9 এপ্রিল : মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হল কোরোনা পরীক্ষা ৷ মালদা সহ দুই দিনাজপুরের রোগীদের পরীক্ষা করা হবে সেখানে ৷ তিন জেলার বাসিন্দাদের পরীক্ষা করার জন্য পর্যাপ্ত কিট সেখানে মজুত করা হয়েছে বলে জানান মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও সুপার অমিত দাঁ ৷

এতদিন পর্যন্ত উত্তরবঙ্গের শুধুমাত্র শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সোয়াব পরীক্ষার ব্যবস্থা ছিল ৷ মালদা-সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার বাসিন্দাদের কলকাতা নয়তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরীক্ষা করতে হত ৷ বেশ কয়েকদিন আগে মালদা মেডিকেলে কোরোনা পরীক্ষার যন্ত্রপাতি বসানো হয় ৷ তবে কিটের অভাবে কোরোনা পরীক্ষার কাজ শুরু করা যাচ্ছিল না ৷ অবশেষে কিট পেয়ে আজ থেকে মালদা মেডিকেলে শুরু হল সোয়াব পরীক্ষা ৷

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ ও সুপার অমিত দাঁ বলেন , “ কয়েকদিন আগেই মালদা মেডিকেলে মেশিন বসেছে ৷ আজ থেকে কোরোনার পরীক্ষা করা হবে ৷ মালদা-সহ দুই দিনাজপুরের কোরোনা আক্রান্ত সন্দেহজনক ব্যক্তিদের লালারস এখানে পরীক্ষা করা হবে ৷ পরীক্ষায় কোরোনা পজ়িটিভ হলে ওই রোগীকে কোরোনা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে ৷ রিপোর্ট নেগেটিভ এলে রোগীকে হোম কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হবে ৷ দুই দিনাজপুর থেকে রোগীদের লালারসের নমুনা পাঠাতে বলা হয়েছে ৷ কোনও কারণে যদি লালারসের নমুনা পাঠানো সম্ভব না হয় , শুধুমাত্র সেক্ষেত্রে রোগীকে মালদা মেডিকেলে নিয়ে আসা হবে ৷ কোরোনা টেস্ট কিটের সাপ্লাই লাইন তৈরি হয়ে গিয়েছে ৷ মালদা মেডিকেলে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে কিট মজুত রয়েছে ৷ তা ছাড়াও কিট শেষ হওয়ার 72 ঘণ্টা আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে কিট মালদা মেডিকেলে পৌঁছে যাবে ৷”

ABOUT THE AUTHOR

...view details