মালদা, 27 মে: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে কার্যত পঞ্চায়েত ভোটের ঘণ্টা বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার বিকালে মানিকচকের মথুরাপুরে আয়োজিত জনসভায় তিনি মমতা-সহ তৃণমূলের উদ্দেশে একের পর এক তোপ দাগেন ৷ বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এগরা সফর নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ বিরোধী দলনেতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায় নাকি আড়াই লক্ষ টাকার চেক আর একটা করে কনট্র্যাকচুয়াল, অর্থাৎ হোমগার্ডের চাকরি দিতে এগরা গিয়েছেন ! আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্য়ায় চেক দিতে আর সমবেদনা জানাতে ওখানে যাননি ৷ তাঁর যেমন একজন বীর কেষ্ট আছে, তিনি এখন তিহাড়ে, ওখানেও তাঁর একটা সম্পদ ছিল ৷ নাম ভানু বাগ ৷ তিনি ভানুর বাড়িতে শ্রাদ্ধ খেতে গিয়েছিলেন ৷"
ভানু বাগ তৃণমূলের অ্যাসেট ছিল বলেও কটাক্ষ করেন শুভেন্দু ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন অ্যাসেট গোটা রাজ্যে তৈরি করে রেখেছেন ৷ শুভেন্দুর বক্তব্য, "গত 10 দিনে রাজ্যে তিনটি বড় বিস্ফোরণ ঘটেছে ৷ ইংরেজবাজারে বিস্ফোরণে দু’জন গরিব মানুষ মারা গেলেন ৷ বজবজে নাবালিকা-সহ তিনজন মহিলার মৃত্যু হল ৷ এগরার বিস্ফোরণে 12 জন মারা গেলেন ৷ এসব বাজির কারখানা নয় ৷ পঞ্চায়েত নির্বাচন আসছে ৷ তোলামূলকে চুরির লাইসেন্স রিনিউয়াল করতে হবে ৷ তাই তোলামূল এখন বোমামূল হয়েছে ৷ চারদিকে বোমা বিস্ফোরণ করছে ৷" গত এক মাসে রাজ্যে রাজবংশী, নমশুদ্র, হিন্দু ওবিসিরা খুন হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু ৷ সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, 33 বছরের তরতাজা মৃত্যুঞ্জয় বর্মনকে রাত দু'টোর সময় বুকে গুলি করে খুন করা হয়েছে ৷ রাজ্য সরকার এই পরিবারগুলির পাশে দাঁড়াননি বলেও দাবি করেন বিরোধী দলনেতা ৷