মালদা, 19 সেপ্টেম্বর : মালদার হরিশ্চন্দ্রপুর ও ইংরেজবাজারে ছেলেধরা সন্দেহে পাঁচজনকে গণধোলাই ৷ অভিযোগ, আক্রান্তদের উদ্ধারে গেলে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে RAF ৷
আজ সকালে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকায় ভিনরাজ্য থেকে চার ব্যক্তি বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ ও তাবিজ বিক্রি করতে আসেন ৷ ওই চারজন ছেলে পাচার করতে এসেছে বলে স্থানীয়দের সন্দেহ হয় ৷ নিমেষের মধ্যেই তা এলাকায় চাউর হয়ে যায় ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওই চারজনকে বিবস্ত্র করে মারধর করতে শুরু করেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ অভিযোগ, সেই সময় পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় RAF । ওই চারজনকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ৷ হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয়কুমার দাস জানান, "বেশ কয়েকদিন ধরে এলাকাবাসীর মধ্যে ছেলেধরার গুজব ছড়িয়েছে ৷ তবে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের তরফে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ৷ বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷ "