পশ্চিমবঙ্গ

west bengal

মালদায় পাঁচজনকে গণপিটুনি, পুলিশের গাড়িতেও ভাঙচুর

By

Published : Sep 19, 2019, 6:30 PM IST

Updated : Sep 19, 2019, 7:40 PM IST

মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় চোর সন্দেহে চারজনকে গণপিটুনি দেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে গেলে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় ৷ অন্যদিকে, দুষ্কৃতী সন্দেহে ক্লাস ইলেভেনের এক ছাত্রকেও মারধর করেন স্থানীয়রা ৷

আক্রান্তদের উদ্ধার করেছে পুলিশ

মালদা, 19 সেপ্টেম্বর : মালদার হরিশ্চন্দ্রপুর ও ইংরেজবাজারে ছেলেধরা সন্দেহে পাঁচজনকে গণধোলাই ৷ অভিযোগ, আক্রান্তদের উদ্ধারে গেলে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে RAF ৷

আজ সকালে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকায় ভিনরাজ্য থেকে চার ব্যক্তি বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ ও তাবিজ বিক্রি করতে আসেন ৷ ওই চারজন ছেলে পাচার করতে এসেছে বলে স্থানীয়দের সন্দেহ হয় ৷ নিমেষের মধ্যেই তা এলাকায় চাউর হয়ে যায় ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওই চারজনকে বিবস্ত্র করে মারধর করতে শুরু করেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ অভিযোগ, সেই সময় পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় RAF । ওই চারজনকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ৷ হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয়কুমার দাস জানান, "বেশ কয়েকদিন ধরে এলাকাবাসীর মধ্যে ছেলেধরার গুজব ছড়িয়েছে ৷ তবে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের তরফে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ৷ বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷ "

শুনুন পুলিশ আধিকারিকের বক্তব্য

অন্যদিকে, দুষ্কৃতী সন্দেহে ক্লাস ইলেভেনের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে ৷ ওই ছাত্রর নাম অভিজিৎ বাঁশফোড় ৷ সে ইংরেজবাজারের সুকান্তপল্লির বাসিন্দা ৷ অভিজিৎ বলে, "গতকাল রাতে বন্ধুদের নিয়ে বিশ্বকর্মা ঠাকুর দেখতে গেছিলাম ৷ থানার কাছে একটি পেট্রল পাম্পে বাইকে পেট্রল ভরে বেরোনোর সময় দেখি রাস্তায় একটা জটলা ৷ বাইক থামিয়ে সেখানে যেতেই তাদের সন্দেহ হয় ৷ তাদের বক্তব্য, আমি এলাকায় ঝামেলা করতে এসেছি ৷ লাঠি দিয়ে মারধর শুরু করে ৷ পালাতে গেলে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে ৷ পিঠে টিউবলাইটও ফাটানো হয় ৷ খবর পেয়ে বাবা-মা ঘটনাস্থানে গিয়ে আমাকে উদ্ধার করেন ৷ আজ সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি ৷ "

আরও পড়ুন : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরে অবস্থান পড়ুয়াদের

গণপিটুনি রুখতে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে ৷ সাধারণ মানুষকে সচেতন করতে সচেতনতা শিবিরের পাশাপাশি মাইকেও প্রচার করা হচ্ছে ৷ তবে তারপরও চলছে গণধোলাইয়ের ঘটনা ৷ জেলায় জোড়া গণপিটুনির ঘটনায় কপালে ভাঁজ পুলিশ-প্রশাসনের ৷

Last Updated : Sep 19, 2019, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details