পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arsenic-Free Drinking Water Supply : প্রকল্প চালুর 11 বছর পর আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ শুরু মালদায়

মালদা শহরের 7 টি ওয়ার্ডে সোমবার সরবরাহ করা হল আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল (Supply of arsenic free drinking water started in Malda) ৷ এদিন এর আনুষ্ঠানিকভাবে সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এদিনের এই অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন বিরোধী বিজেপি কাউন্সিলরও। তৃণমূল পরিচালিত পৌরসভার এই অনুষ্ঠানে বিরোধীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।

Arsenic Free Drinking Water Supply
মালদা শহরের একাংশে আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জলের সরবরাহ শুরু

By

Published : May 30, 2022, 10:50 PM IST

মালদা, 30 মে :দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মালদা শহরের একাংশে আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জলের সরবরাহ শুরু করল ইংরেজবাজার পৌরসভা (Supply of arsenic free drinking water started in Malda) ।

এদিন শহরের ঝলঝলিয়ায় নির্মিত এই প্রকল্পের ডিস্ট্রিবিউশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার সাতটি ওয়ার্ডে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ চালু করা হল। এ বিষয়ে কৃষ্ণেন্দুবাবু বলেন, "2011 সালে এই প্রকল্পে হাত দেওয়া হয়েছিল। প্রকল্প অনুযায়ী কোতওয়ালি গ্রাম পঞ্চায়েতের নিমাসরাইয়ে মহানন্দা নদী থেকে জল উত্তোলন করা হচ্ছে। সেই জল কোতওয়ালি সংলগ্ন দৈবকিপুর প্ল্যান্টে পরিস্রুত করা হচ্ছে। পরিস্রুত জল শহরের বিভিন্ন জায়গায় তৈরি ওভারহেড রিজার্ভারে সংরক্ষণ করা হবে। সেই জল পাইপ লাইনের মাধ্যমে নাগরিকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে আজ প্রথম পর্যায়ে 21, 22, 23, 26, 27, 28 ও 20 নম্বর ওয়ার্ডের একাংশে এই জল সরবরাহ শুরু করা হল। প্রতিটি ওয়ার্ডে দিনে দু'বার করে এই জল সরবরাহ করা হবে। তবে তার টাইম টেবিল এখনও আমরা তৈরি করিনি।"

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, "মুখ্যমন্ত্রী জল প্রকল্প নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। রাজ্য সরকারের মিশন, প্রতিটি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। ইংরেজবাজার পৌরসভার তত্ত্বাবধানে আজ আনুষ্ঠানিকভাবে আমরা সাতটি ওয়ার্ডে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ শুরু করলাম। আগামীতে পৌরসভার 29 টি ওয়ার্ডেই এই জল সরবরাহ করা হবে। আমরা ভোটের সময় কথা দিয়েছিলাম, দু থেকে তিন মাসের মধ্যে এই প্রকল্প চালু করে দেব। সেই কথা রাখতে পেরে আমরা খুশি। তবে শুধু মালদা শহর নয়, রাজ্যের প্রতিটি জেলাতেই পানীয় জলের সংকট দূর করতে মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন।"

ঝলঝলিয়ায় নির্মিত এই প্রকল্পের ডিস্ট্রিবিউশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার সাতটি ওয়ার্ডে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ চালু করা হল

আরও পড়ুন :মৈত্রী ও বন্ধনের পর এবার চালু হচ্ছে দুই বাংলার আন্তর্জাতিক বাস পরিষেবা

এদিনের অনুষ্ঠানে ডাক পেয়ে বেজায় খুশি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায়। তিনি বলেন, "আমরা প্রতিটি ক্ষেত্রেই পৌরপ্রধানের সহযোগিতা পাচ্ছি। আজ আমার ওয়ার্ডেও পানীয় জল সরবরাহ শুরু হল। পৌরপ্রধান উন্নয়নের ক্ষেত্রে আমরা-ওরা ধারণায় বিশ্বাসী নন। আমরা এখনও তাঁর মধ্যে তেমন কিছু দেখতে পাইনি। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি আগেই আমাকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details