মালদা, 9 সেপ্টেম্বর: "চোরের মায়ের বড় গলা ৷ দিদি বলছেন, অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেল থেকে ছাড়া পেলে তাঁকে বীরের মতো সংবর্ধনা দেওয়া হবে ৷ অনুব্রত মণ্ডল যেন ইংরেজদের সঙ্গে লড়াই করে জেলে গিয়েছেন ! তিনি তো গরু চুরি করে জেলে গিয়েছেন !" মালদায় (Malda) আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷
শুক্রবার দুপুরে মালদা শহরের টাউন হল থেকে বিজেপি-এর আইন অমান্য কর্মসূচি (BJP Agitation) শুরু হয় ৷ এই উপলক্ষে আয়োজিত প্রতিবাদ মিছিলে সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক জয়েল মুর্মু, গোপালচন্দ্র সাহা-সহ অন্যরা ৷ বিজেপি-এর এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ অশান্তি এড়াতে কঠোর করা হয়েছিল নিরাপত্তা ৷ ব্যারিকেডের চারটি স্তর দিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের আটকানোর ব্যবস্থা করেছিল পুলিশ ৷ দুপুর 1টা নাগাদ বিজেপি-এর মিছিল জেলা প্রশাসনিক ভবনে পৌঁছতেই ব্যারিকেডে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ এক বিজেপি কর্মীকে পুলিশের উপর ঘুসি চালাতেও দেখা যায় ! তবে, সমস্ত ব্যারিকেড ভাঙার পর বিজেপি কর্মী ও সমর্থকরা পুলিশের মুখোমুখি হতেই কর্মসূচি সমাপ্ত করে দেন দলের নেতারা ৷