পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: 'চোরের মায়ের বড় গলা !' মালদার আইন অমান্যে সুকান্তর নিশানায় মমতা - মালদার খবর

রাজ্যজুড়ে 'চোর ধরো, জেল ভরো' আন্দোলন শুরু করেছে বিজেপি ৷ দুর্নীতির প্রতিবাদে শুক্রবার মালদায় (Malda) আইন অমান্য কর্মসূচি পালন করে তারা ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) নিশানা করেন তিনি ৷

Sukanta Majumdar slams Mamata Banerjee during BJP Agitation in Malda
Sukanta Majumdar: 'চোরের মায়ের বড় গলা !' মালদার আইন অমান্যে সুকান্তর নিশানায় মমতা

By

Published : Sep 9, 2022, 4:10 PM IST

মালদা, 9 সেপ্টেম্বর: "চোরের মায়ের বড় গলা ৷ দিদি বলছেন, অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেল থেকে ছাড়া পেলে তাঁকে বীরের মতো সংবর্ধনা দেওয়া হবে ৷ অনুব্রত মণ্ডল যেন ইংরেজদের সঙ্গে লড়াই করে জেলে গিয়েছেন ! তিনি তো গরু চুরি করে জেলে গিয়েছেন !" মালদায় (Malda) আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

শুক্রবার দুপুরে মালদা শহরের টাউন হল থেকে বিজেপি-এর আইন অমান্য কর্মসূচি (BJP Agitation) শুরু হয় ৷ এই উপলক্ষে আয়োজিত প্রতিবাদ মিছিলে সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক জয়েল মুর্মু, গোপালচন্দ্র সাহা-সহ অন্যরা ৷ বিজেপি-এর এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ অশান্তি এড়াতে কঠোর করা হয়েছিল নিরাপত্তা ৷ ব্যারিকেডের চারটি স্তর দিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের আটকানোর ব্যবস্থা করেছিল পুলিশ ৷ দুপুর 1টা নাগাদ বিজেপি-এর মিছিল জেলা প্রশাসনিক ভবনে পৌঁছতেই ব্যারিকেডে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ এক বিজেপি কর্মীকে পুলিশের উপর ঘুসি চালাতেও দেখা যায় ! তবে, সমস্ত ব্যারিকেড ভাঙার পর বিজেপি কর্মী ও সমর্থকরা পুলিশের মুখোমুখি হতেই কর্মসূচি সমাপ্ত করে দেন দলের নেতারা ৷

আরও পড়ুন:মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

এদিনের এই কর্মসূচি চলাকালীন সুকান্ত মজুমদার বলেন, "তৃণমূল কংগ্রেসের দৌলতে গোটা রাজ্যজুড়ে চোর তৈরি হয়েছে ৷ সেই চোরদের ধরার জন্যই আমাদের এই আন্দোলন ৷ জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন ৷ তিনি এত চাল, গম খেয়েছেন যে বাধ্য হয়েই দিদি তাঁকে সরিয়ে দিয়েছেন ! তাঁর মেয়ে টিউশন পড়িয়ে 3 কোটি টাকা জমিয়েছেন ! তৃণমূল কর্মীরা মালদা জেলার সমস্ত বেকারদের বাস ভাড়া করে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের কাছে কোচিং নেওয়ার জন্য নিয়ে যান ৷ দরকারে বিজেপি সেই বাস ভাড়ার টাকা দেবে ৷ আর মৎস্য ব্যবসায়ীদের নিয়ে যান অনুব্রত মণ্ডলের কাছে ৷ কোন উপায়ে একজন মাগুর মাছ বিক্রেতা মেয়ের নামে 17 কোটি টাকা ফিক্সড জিপোজিট করতে পারে, তা শিখিয়ে নিয়ে আসুন ৷"

এদিনের কর্মসূচি থেকে ফের একবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) নিশানা করেন সুকান্ত ৷ তিনি বলেন, "দিদি বলছেন, অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেলে তাঁকে বীরের মতো সংবর্ধনা দেবেন ৷ যেন তিনি ইংরেজদের সঙ্গে লড়াই করে জেলে গিয়েছেন ৷ কিন্তু সাধারণ মানুষ জানেন, তিনি গরু চুরি করে, গরু পাচার করে জেলে গিয়েছেন ৷ এইসব চোরদের ধরতেই আমাদের এই আন্দোলন ৷"

ABOUT THE AUTHOR

...view details