পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta over Panchayat Election: এখনই পঞ্চায়েত নির্বাচন হলে তৃণমূলের হার 100 শতাংশ নিশ্চিত, দাবি সুকান্তর - কালিয়াগঞ্জে নির্যাতিতা কিশোরীর খুনের ঘটনা

আজ কালিয়াগঞ্জে যাচ্ছেন সুকান্ত মজুমদার ৷ তার আগে মালদায় তিনি সাংবাদিকদের জানালেন, তৃণমূলের কাছে তাপস সাহা এখন আপদ ৷ পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূলের মধ্যে বৈঠক হয়েছে ৷ ওরা জানে পরাজয় নিশ্চিত ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার

By

Published : Apr 22, 2023, 2:12 PM IST

পঞ্চায়েত ভোটে জেতা নিয়ে আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার

মালদা, 22 এপ্রিল: "এই সময় পঞ্চায়েত ভোট হলে তৃণমূলের হারার সম্ভাবনা 100 শতাংশ ৷ তৃণমূলের এজেন্সিই সেই রিপোর্ট দিচ্ছে", সাংবাদিকদের কাছে এমনই দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ দলীয় কর্মসূচিতে কালিয়াগঞ্জ যাওয়ার পথে শনিবার মালদায় আসেন তিনি ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন বালুরঘাটের সাংসদ ৷

শুক্রবার মহার্ঘভাতা নিয়ে রাজ্য সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়েছে ৷ কিন্তু সমাধান মেলেনি ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আদালত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে বলেছিল বলে রাজ্য সরকার বৈঠকে বসেছে ৷ কিন্তু এই বৈঠক যে সফল হবে না, তা সকলেরই জানা ছিল ৷ সরকারের বকেয়া মহার্ঘ্যভাতা দেওয়ার কোনও ইচ্ছা নেই ৷"

নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ৷ তাঁর বাড়িতে সিবিআই 15 ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে ৷ পাশাপাশি তাঁকে জেরা করা হয়েছে ৷ এই নিয়ে সুকান্তর মন্তব্য, "আগেই বলেছিলাম, কেন্দ্রীয় তদন্তকারী দলের তৃণমূল নেতাদের বাড়িতে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা ৷ যে পরিমাণ চুরি ধরা পড়েছে তৃণমূলের, তাতে শুধু তাপস সাহা নয়, প্রতিটি জেলায় জেলায় কেন্দ্রীয় তদন্তকারী দলের অভিযান চলবে ৷ মালদা জেলাও তার ব্যতিক্রম নয় ৷ মালদা জেলাতেও খুব তাড়াতাড়ি সিবিআই-ইডির হানা পড়বে ৷ তৃণমূল নেতারা প্রস্তুত থাকুন ৷"

এদিকে তল্লাশি ও জেরা পর্ব শেষে আজ ভোরে সিবিআই তাপস সাহার বাড়ি ছেড়ে চলে যায় ৷ এরপর তৃণমূল বিধায়ক আক্ষেপ করেন, তাঁর সঙ্গে দলের কোনও নেতা, মন্ত্রী যোগাযোগ করেননি ৷ এই সিবিআই অভিযানের জন্যও তিনি দলীয় ষড়যন্ত্রকেই দায়ী করেছেন তিনি ৷ এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি ৷ তিনি বলেন, "তৃণমূল কোম্পানিটা লাভের সময় পাশে থাকে ৷ লোকসানের সময় পাশ থেকে সরে যায় ৷ যতক্ষণ উপরে টাকা পাঠানোর ব্যাপার ছিল, ততক্ষণ তাপস সাহা ভালো ছিল ৷ এখন তাপস সাহা ধরা পড়ায় তৃণমূলের কাছে 'আপদ' হয়ে দাঁড়িয়েছে ৷"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূলে নবজোয়ার শুরু হচ্ছে ৷ এর জন্য কি পঞ্চায়েত ভোট পিছিয়ে যাবে ? এ নিয়ে সুকান্ত মজুমদারের জবাব, "তৃণমূল এখন পঞ্চায়েত ভোট করাতে চায় না ৷ কারণ, এখন ভোট হলে তৃণমূলের হেরে যাওয়ার সম্ভাবনা 100 শতাংশ ৷ আমাদের কাছে খবর আছে, তৃণমূলের এজেন্সিই সেই রিপোর্ট দিচ্ছে ৷ এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সাংসদদের ভোট পিছিয়ে দেওয়া নিয়ে বৈঠক হয়েছে ৷ তবে যতই পঞ্চায়েত ভোট পিছনো হোক, নিরপেক্ষ ভোট হলে তৃণমূল হারবে, বিজেপিই জিতবে ৷" তাঁর দাবি, হারের ভয়ে তৃণমূল এখন ভোট করাতে চাইছে না ৷ অন্যদিকে, কালিয়াগঞ্জে নির্যাতিতা কিশোরীর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান সুকান্ত ৷

আরও পড়ুন: দলের তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে সংযোগ বাড়াতে সর্বসাধারণের সঙ্গে রাত্রিযাপন অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details