মালদা, 22 মে: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে ভানু বাগের মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ এর পিছনে তিনি রাজ্যের হাতও দেখতে পাচ্ছেন ৷ ভানু বাগের মৃত্যু কি স্বাভাবিক? প্রশ্ন তুলেছেন তিনি ৷ দলীয় কর্মসূচিতে সোমবার মালদায় এসে জেলা সিপিএমের সদর দফতরে ইটিভি ভারতের ক্যামেরার মুখোমুখি হন সুজন চক্রবর্তী ৷ রাজ্যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ এবং তার জেরে মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "এগরার পর সেখানকারই আরেকটি জায়গায় বিস্ফোরণ হয়েছে ৷ তারপর মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়ির ছাদে বিস্ফোরণ হয়েছে ৷ শেষে বজবজ ৷ প্রতিটি বিস্ফোরণেই মানুষের মৃত্যু হয়েছে ৷ বজবজের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখানে শুধুই শাসকদলের দাপট চলে ৷ সেখানে বিস্ফোরণে তিনজন মারা গেলেন ৷ পশ্চিমবঙ্গে এসব কী হচ্ছে!
তাঁর কথায়, "বোমা বিস্ফোরণ চলছে, নাকি বাজি? সেই তর্কে না-গিয়ে একটা কথা বলাই যায়, দাপট দেখাতে গিয়ে শাসকরা মানুষের জীবনের নিরাপত্তার সর্বনাশ করে দিচ্ছে ৷ সেটা এগরাই হোক, অথবা বজবজে ৷ বিস্ফোরণের খবর পেয়ে আমাদের দলের ছেলেরা সেখানে গেলে পুলিশ ঢুকতে দেয়নি ৷ সংবাদমাধ্যমকে ঢুকতে দেয়নি ৷ শাসকের লোকজন চাইছে, মানুষ মারা যাক ৷ কিন্তু খবর যাতে গোপন থাকে ৷ বাম আমলে সরকারি উদ্যোগে শিবকাশী থেকে প্রশিক্ষক নিয়ে এসে এখানকার ছেলেমেয়েদের গ্রিন বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়া হত ৷ আইন মেনে বাজি তৈরির জন্যই সেই উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ কিন্তু সরকার বদল হতেই সেই উদ্যোগ বন্ধ করে দেওয়া হয় ৷ আসলে এই সরকার শুধু ক্ষমতার দাপট দেখাতে চায় ৷ তাতে যা হওয়ার হোক ৷ এই রাজ্যে এখন কারও নিরাপত্তা নে ই৷ মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মাত্র দু'জনের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন ৷ এক পিসি, আরেক ভাইপো ৷"