মালদা, 23 মে: নির্ধারিত সময়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে কি ? এ নিয়ে সোমবার ইটিভি ভারতের প্রতিনিধিকে তাঁর মত জানালেন সিপিএমের প্রবীণ নেতা সুজন চক্রবর্তী ৷ তাঁর দাবি, রাজ্যে তৃণমূলের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ তাই দখল করার সময় না এলে তারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করাবে না ৷ তবে রাজ্যে একাধিক সমবায় নির্বাচনে সিপিএম, সিপিএম-কংগ্রেস জোটের জয় নিয়ে তিনি আশাবাদী ৷
বামফ্রন্টের পুলিশ সুপার অভিযান কর্মসূচিতে যোগ দিতে এদিন মালদায় আসেন সিপিএমের এই নেতা ৷ দলের জেলা সদর দফতর মিহির দাস ভবনে ইটিভি ভারতের ক্যামেরার মুখোমুখি হন সুজন চক্রবর্তী ৷ রবিবার নদিয়ার একটি সমবায় নির্বাচনে তৃণমূলকে পরাজিত করেছে বাম-কংগ্রেস জোট ৷ এপ্রসঙ্গে বাম নেতা বলেন, "যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, মানুষ বুঝতে পেরেছে, তৃণমূল বা বিজেপি নয়, তাদের ভরসা দিতে পারে লাল ঝান্ডাধারীরাই ৷" রাজ্যে একের পর এক সমবায় নির্বাচনে তৃণমূলের হার নিয়ে সুজন আশাবাদী ৷ তিনি জানান, নদিয়া, হুগলি, মেদিনীপুরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং তারা তৃণমূল-বিজেপিকে ভোট দিতে রাজি নয় সেটা প্রমাণিত হয়েছে ৷ তিনি বলেন, "আমরা ললাটের লিখন পড়ি না ৷ ওরা যেন ললাট লিখনটা পড়ে নেয় ৷" তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "তৃণমূল মানে লুটেরার পার্টি ৷ আমজনতা বুঝতে পেরেছে বিজেপিকে সমর্থন করা মানে আদপে তৃণমূলকেই সমর্থন করা ৷"