মালদা/খারকিভ, 26 ফেব্রুয়ারি : মানুষের প্রাণ বাঁচানোর মতো মহৎ উদ্দেশ্য নিয়ে বছর দু'য়েক আগে পাড়ি জমিয়েছিলেন ইউক্রেনে ৷ একদিন নিজেকেই যে এভাবে প্রাণভিক্ষার কাতর আর্জি জানাতে হবে, স্বপ্নেও ভাবেননি মালদার শুভ্রনীল দে ৷ 2020 থেকে ইউক্রেনের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত খারকিভ অস্থায়ী ঠিকানা ডাক্তারি দ্বিতীয় বর্ষের এই পড়ুয়ার ৷ কিন্তু ছবির মতো সুন্দর শহরের আকাশ-বাতাস গত দু'দিনে বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ রুশ ক্ষেপনাস্ত্র, বোমারু হেলিকপ্টার, ঝাঁকে ঝাঁকে মিসাইলের শব্দে কান পাতা দায় সেখানে ৷
ভয়ঙ্কর সব অভিজ্ঞতা ইউক্রেনের পশ্চিমের শহর থেকে শেয়ার করেছেন শুভ্রনীল ৷ প্রাণ বাঁচাতে ফ্ল্যাট ছেড়ে আগেই বাঙ্কারে নাম নথিভুক্ত করেছেন তিনি ৷ তবে মেট্রো স্টেশনের বাঙ্কারে পর্যাপ্ত খাবার, পানীয় কিছুই নেই তাঁদের কাছে ৷ মুহূর্তে-মুহূর্তে বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে কতদূর লড়াই চালাতে পারবেন জানা নেই ৷ ইটিভি ভারতের মাধ্যমে তাই কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আর্তি জানালেন শুভ্রনীল (Subhranil from Kharkiv appeals to the government) ৷