মালদা, 27 এপ্রিল: বুধবারের আতঙ্ক থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি পুরাতন মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলের পড়ুয়ারা ৷ ওইদিন এই স্কুলেরই সপ্তম শ্রেণির কক্ষে গুলিভরতি পিস্তল, ড্যাগার আর পেট্রোল বোমা নিয়ে দীর্ঘক্ষণ পড়ুয়া ও শিক্ষকদের আটক করে রেখেছিল স্থানীয় নেমুয়া গ্রামের বাসিন্দা দেব বল্লভ ৷ ঘটনার পর বৃহস্পতিবার স্কুলে পড়ুয়াদের উপস্থিতি ছিল হাতে গোনা ৷ এদিকে আজই 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত দেব বল্লভকে মালদা জেলা আদালতে পেশ করেছে মালদা থানার পুলিশ ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, মুখ্য দায়রা বিচারক ধৃতের সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন ৷ যদিও দেব বল্লভ এদিন পুলিশের বিরুদ্ধে তাঁর ছেলেকে কিডন্যাপ করার অভিযোগ করেছে ৷
গতকালের ঘটনার পর এদিন ওই স্কুলের সামনে পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ স্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহা জানান, বুধবার ওই ব্যক্তি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছিল ৷ সপ্তম শ্রেণির একটি রুমে ঢুকে সে টেবিলের উপর পেট্রোল বোমা সাজিয়ে রেখেছিল ৷ তার হাতে ছিল রিভলভার ৷ পুলিশকে প্রধান শিক্ষকই খবর দেন ৷ পুলিশ তাঁকে পরামর্শ দেয়, তাঁরা যেন ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে থাকেন ৷
পড়ুয়াদের পিছনের দরজা দিয়ে বাইরে বের করার চেষ্টার কথা বলা হয় পুলিশের তরফে ৷ সেটাই তাঁরা করছিলেন বলে জানান স্বাগতম সাহা ৷ কিন্তু ওই ব্যক্তি সংবাদমাধ্যমের সঙ্গেই শুধু কথা বলার জন্য তৈরি ছিল ৷ তাই তিনি উপস্থিত সংবাদমাধ্যমকে ক্লাসরুমের দরজা পর্যন্ত নিয়ে যান ৷ কিছুক্ষণের মধ্যে পুলিশ স্কুলে চলে আসে ৷ পুলিশ দেখে ওই ব্যক্তি হুমকি দেয়, পুলিশ ঘরে ঢুকলে তিনি গুলি চালাবে ৷ তখন একজন সাদা পোশাকের পুলিশ অফিসার সাংবাদিক সেজে দরজার সামনে চলে যান ৷ তিনিই অকস্মাৎ ক্লাসরুমে ঢুকে ওই ব্যক্তিকে কবজায় আনেন ৷
প্রধান শিক্ষক বলেন, "আমাদের স্কুলে 1852 জন ছাত্রছাত্রী রয়েছে ৷ কিন্তু গতকালের ঘটনার প্রেক্ষিতে আজ পড়ুয়াদের উপস্থিতি খুবই কম ৷ দেড়শো থেকে দু'শো জনের বেশি পড়ুয়া আজ স্কুলে আসেনি ৷ ওই ঘটনায় শুধু পড়ুয়া নয়, শিক্ষক-শিক্ষিকারাও এখনও আতঙ্কে রয়েছেন ৷ প্রশাসনের তরফে সবাইকে কাউন্সেলিং করানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷ এ নিয়ে আমি ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেছি ৷ আজ প্রেয়ার লাইনে মাইকে পড়ুয়াদের স্বাভাবিক করার চেষ্টা করেছি ৷ আজ পুলিশের তরফেও স্কুলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ তবে আমাদের স্থায়ী কোনও নিরাপত্তারক্ষী নেই ৷ এ নিয়ে আমি আগামী পরিচালন কমিটির বৈঠকে আলোচনা করব ৷"