পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, দাবি উপাচার্যের পদত্যাগের - Student protest in Gaur banga University

মাস তিনেক আগে একই ইশুতে শুরু হওয়া ঘেরাও আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছিলেন উপাচার্য । রেজিস্ট্রারকে নিগ্রহ করার অভিযোগও উঠেছিল । দু'জনকেই ভরতি করতে হয়েছিল মালদা মেডিকেলে ।

ঠছবি

By

Published : Sep 14, 2019, 3:39 AM IST

Updated : Sep 14, 2019, 7:07 AM IST

মালদা, 14 সেপ্টেম্বর : ছাত্র আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে উঠল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় । উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে গতকাল বিকেল থেকে দু'জনকেই ঘেরাও করেন ছাত্রছাত্রীরা । তাঁরা উপাচার্যের ঘরে বিক্ষোভ দেখাতে থাকেন । যদিও উপাচার্য জানিয়েছেন, কেন এই ঘেরাও, সে বিষয়ে কিছুই জানেন না ।

আগাম কিছু না জানিয়েই গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ উপাচার্যের ঘরে ঢুকে পড়েন 70-80 জন পড়ুয়া । তাঁরা উপাচার্যের ঘরে বসে পড়েন । বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন । তাঁদের মূল দাবি, উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অপসারণ করতে হবে । এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় সেমেস্টারের ছাত্রী নন্দিতা প্রামাণিক বলেন, "আমাদের শিক্ষাবর্ষ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক পিছিয়ে চলছে । আমাদের বিশ্ববিদ্যালয়ে MA-এর দ্বিতীয় সেমিস্টারের মাত্র 3 মাস আগে ক্লাস শুরু হয়েছে । অথচ এখন উপাচার্য বলছেন, আমাদের পরীক্ষা নেবেন । 6 মাসের পাঠ্যক্রম 3 মাসে শেষ হবে কী ভাবে?" অন্যদিকে ফুড এন্ড নিউট্রিশন বিভাগে এক বছর পর প্রথম সেমেস্টারের পরীক্ষা হচ্ছে । একই বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের জন্য দুটি নিয়ম হয় কীভাবে? প্রশ্ন তুলছেন নন্দিতা ৷

বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ছাত্র বিশ্বরূপজয়ী দাস বলেন, "উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । আমাদের ফেলোশিপ বন্ধ রাখা হয়েছে । সিনিয়রদের বিরুদ্ধে উপাচার্য মামলা করেছেন । আমরা কি জঙ্গি? তাই আজ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছি ।"

মাস তিনেক আগে একই ইশুতে শুরু হওয়া ঘেরাও আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছিলেন উপাচার্য । রেজিস্ট্রারকে নিগ্রহ করার অভিযোগও উঠেছিল । দু'জনকেই ভরতি করতে হয়েছিল মালদা মেডিকেলে । সেই সময় পরিস্থিতি মোকাবিলায় হস্তক্ষেপ করতে হয় খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । এবার পড়ুয়াদের আন্দোলন কোন দিকে গড়ায়, সেটা সময়ই বলবে ৷

Last Updated : Sep 14, 2019, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details