পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda School Student Death: স্কুলে শৌচালয়ের প্রাচীর ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র মোথাবাড়ি - police student clash at Malda Mothabari

মালদার মোথাবাড়িতে স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত একাদশ শ্রেণির এক ছাত্র ৷ ক্ষিপ্ত পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ (police student clash at Malda Mothabari) ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় (Malda School Student Death) ৷

ETV Bharat
malda student death

By

Published : Nov 10, 2022, 7:15 PM IST

Updated : Nov 10, 2022, 8:03 PM IST

মালদা, 10 নভেম্বর: স্কুলের শৌচালয়ের প্রাচীর ভেঙে পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মালদার মোথাবাড়িতে । ক্ষিপ্ত পড়ুয়ারা স্কুলে ভাঙচুর চালায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মীও । শেষ পর্যন্ত পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় বলেও জানা গিয়েছে ।

দুর্ঘটনায় মৃত পড়ুয়ার নাম জিসান শেখ (17) । বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলা ফিল্ড এলাকায় (Malda School Student Death)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক পড়ুয়া ৷ তার নাম জিসান মোমিন (18), বাড়ি মোথাবাড়ির জোতঅতন্তপুর এলাকায় । দুই পড়ুয়াই একাদশ শ্রেণির ছাত্র । পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে টিফিনের সময় শৌচালয়ে গিয়েছিল দুই পড়ুয়া । সেই সময় শৌচালয়ের প্রচীর ভেঙে পড়ে যায় । গুরুতর আহত হয় ওই দুই ছাত্র । তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিক্যালে ভরতি করানো হয় । সেখানেই চিকিৎসকরা জিসান শেখকে মৃত বলে ঘোষণা করেন (student died in Malda as school toilet wall collapse)।

আরও পড়ুন: উত্তরপাড়ায় ডেঙ্গির বলি আরও এক, শুরু রাজনৈতিক তরজা

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা ৷ করা হয় রাজ্য সড়ক অবরোধ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোথাবাড়ি ফাঁড়ির পুলিশ ৷ যান কালিয়াচক 2 ব্লকের বিডিও রমল সিং বিরদি । ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকেও । অভিযোগ ক্ষিপ্ত জনতা ও পড়ুয়ারা স্কুলে ভাঙচুর চালায় (School student died in Malda) ।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও (police student clash at Malda Mothabari) । ইটের আঘাতে আহত হন মোথাবাড়ি ফাঁড়ির ওসি হারাধন দেব । পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে থাকায় পুলিশ শূন্যে গুলি চালায় বলেও খবর পাওয়া গিয়েছে । পরিস্থিতি মোকাবিলায় কালিয়াচক ও ইংরেজবাজার থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় ।

স্কুলে শৌচালয়ের প্রাচীর ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র মোথাবাড়ি

মোথাবাড়ি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমিত্র সেনগুপ্ত জানিয়েছেন, ওই শৌচালয়টি 20-25 বছরের পুরনো । স্কুলে নতুন একটি শৌচালয়ও তৈরি হয়েছে । তবে কিছু ছাত্র এখনও ওই শৌচালয় ব্যবহার করে । এদিন দুপুরে শৌচালয়ের একটি দেওয়াল ভেঙে পড়ে । তাতে দুই ছাত্র গুরুতর আহত হয় । পরে মালদা মেডিক্যালে এক ছাত্রের মৃত্যু হয় ৷ এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া ।

Last Updated : Nov 10, 2022, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details