মালদা , 2 সেপ্টেম্বর : দেশে টিকটক নিষিদ্ধ হওয়ার পর অসংখ্য টিকটকপ্রেমীর কপালে ভাঁজ পড়ে ৷ কিন্তু কয়েকদিন যেতে না যেতেই টিকটকের মতো কয়েকটি অনলাইন অ্যাপ হাজিরও হয়ে যায় ৷ সেগুলির ফলোয়ারের সংখ্যাও দিন দিন বাড়ছে ৷ এমনই একটি অ্যাপের জন্য ভিডিয়ো বানাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের ৷ ইংরেজবাজার থানার মধুঘাট এলাকার ঘটনা ৷
মৃতের নাম মনোজ মণ্ডল ৷ বাড়ি ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে ৷ মনোজের কাকা উৎপল মণ্ডল বলেন, “প্রতিদিনের মতো গতকাল সকালেও আমি কাজে বেরিয়ে যাই ৷ দুপুর নাগাদ বাড়ি থেকে ফোন পাই । বাড়ি ফিরে জানতে পারি , আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ভোলা রায় নামে এক বন্ধুর সঙ্গে তার আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল মনোজ ৷ বাড়িতে বলেই গিয়েছিল । ইংরেজবাজারের মধুঘাট এলাকায় ভোলার আত্মীয়ের বাড়ি । দুপুরে সেখানে রেললাইনের ধারে ভিডিয়ো করছিল দুই বন্ধু ৷ সেই সময় একটি মালগাড়ির ধাক্কায় মনোজ লাইন থেকে ছিটকে পড়ে ৷ ভোলা সেই সময় লাইনের বাইরে ছিল ৷ সে ছুটে গিয়ে তার আত্মীয়দের খবর দেয় ৷ "