মালদা, 18মার্চ : রাজ্যজুড়ে চলছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ৷ আর পরীক্ষা চলাকালীন হল থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করার অভিযোগ উঠল এক পরীক্ষার্থীর বিরুদ্ধে৷ সেই ভিডিয়োয় ধরা পড়েছে নকলের ছবিও৷ পরীক্ষার হল থেকে তোলা সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়৷
বিভিন্ন সূত্রে খবর, ওই ভিডিয়োটি তোলা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা হাইস্কুলে৷ যে ছাত্রের ফেসবুক ওয়াল থেকে ওই লাইভ দৃশ্য সম্প্রচার হয়, সে ওই স্কুলেরই ছাত্র৷ গোটা ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলায়৷ যদিও ওই স্কুলের প্রধান শিক্ষকের দাবি, তাঁর এবিষয়ে কিছু জানা নেই৷ এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন হরিশ্চন্দ্রপুর থানা উচ্চমাধ্যমিক সেন্ট্রাল কমিটির সম্পাদক৷
আজ একাদশ শ্রেণির কলা বিভাগের ইতিহাস পরীক্ষা ছিল৷ পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থী হল থেকেই ফেসবুক লাইভ শুরু করে৷ তার লাইভ ভিডিয়োয় পরীক্ষা কক্ষে এক শিক্ষককে গার্ড দিতেও দেখা যায়৷ দেখা যায়, হলের ভিতর ইতিহাসের বই নিয়েই পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা৷ আরেক ছাত্রের হাতেও রয়েছে মোবাইল ফোন৷ চলছে খুঁনসুটিও৷ পরে খোঁজখবর নিয়ে দেখা যায়, ওই ছাত্র তুলসিহাটা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র৷ এই ঘটনা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়৷ তবে এই ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি৷
পরীক্ষার হল থেকেই ছাত্রের ফেসবুক লাইভ এনিয়ে প্রশ্ন করা হলে তুলসিহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ পাল বলেন, “আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না৷ প্রকৃতপক্ষে কী ঘটেছে তা খোঁজ নিয়ে দেখছি৷ তবে ভিডিয়োয় যে ক্লাসরুমের ছবি দেখা যাচ্ছে, তা আমাদের স্কুলের কিনা তা নিয়েও খোঁজ নিচ্ছি৷” তবে এনিয়ে প্রশ্ন তুলেছেন হরিশ্চন্দ্রপুর থানা উচ্চমাধ্যমিক সেন্ট্রাল কমিটির সম্পাদক মফিজউদ্দিন আহমেদ৷ তিনি বলেন, “কীভাবে পরীক্ষার হলে পরীক্ষার্থী মোবাইল ফোন, বই ইত্যাদি নিয়ে ঢুকল তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের জবাবদিহি চাওয়া হবে৷ এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত ছিল৷ আমরা অভিযোগ খতিয়ে দেখছি৷ অভিযোগ প্রমাণিত হলে ওই স্কুলের বিরুদ্ধে বোর্ড আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ৷ ”