মালদা, 16 মার্চ: উচ্চমাধ্যমিকের (H.S Exam) ইংরেজি পরীক্ষায় নকলে বাধা পেয়ে পরীক্ষাকেন্দ্রে তাণ্ডব চালাল পরীক্ষার্থীরা ৷ অভিযোগ মারধর করা হয়েছে কেন্দ্রের প্রধান শিক্ষককেও (Student beats head teacher)৷ নিগ্রহের শিকার আরও এক শিক্ষিকা ৷ এমনই অভিযোগ উঠেছে কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি হাইস্কুলের বেশ কিছু পরীক্ষার্থীদেের বিরুদ্ধে ৷ ঘটনায় স্থানীয় থানায় ছয় জন ছাত্রের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগ জানানো হয়েছে শিক্ষা দফতরেও ৷ অভিযুক্ত ছাত্রদের কঠোর শাস্তির সওয়াল করেছেন খোদ বিডিও ৷
জানা গিয়েছে, কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি হাইস্কুলে সিট পড়েছিল স্থানীয় বাঙ্গীটোলা হাইস্কুলের পরীক্ষার্থীদের ৷ এদিন ওই স্কুলের কিছু ছাত্র পকেটে করে টুকলির কাগজ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকে (cheating in higher secondary exam) ৷ বিষয়টি বুঝতে পেরে পরীক্ষকরা তাদের সেগুলি জমাও দিতে বলেন ৷ কিন্তু তারা সেই নকল করার কাগজ দিতে অস্বীকার করেন ৷ এরপর এক পরীক্ষার্থী মোবাইল নিয়ে নকল করতে গেলে বাধা দেন খোদ প্রধান শিক্ষক ৷ এরপরেই বাঙ্গীটোলা হাইস্কুলের ছাত্ররা ক্লাসরুমে তাণ্ডব শুরু করে দেয় বলে অভিযোগ ৷ প্রধান শিক্ষককে মারধরের পাশাপাশই ভাঙচুর করা হয়েছে ক্লাসের চেয়ার-বেঞ্চও ৷ গণ্ডগোলের খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় ৷