পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ধকারে ব্যাহত উদ্ধারকার্য, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা ফরাক্কায় - new farakka bridge collapse

ফরাক্কায় ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর গার্ডার । অন্ধকারে ব্য়াহত উদ্ধার কাজ ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

stop rescue process due to lack of light, probability of number of dead body can be increased in farakka
অন্ধকারে ব্য়াহত উদ্ধার কাজ, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা ফরাক্কায়

By

Published : Feb 17, 2020, 2:11 AM IST

Updated : Feb 17, 2020, 3:55 AM IST

ফরাক্কা, 17ফেব্রুয়ারি : ফরাক্কায় ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর গার্ডার । পুলিশ সূত্রে খবর, ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ৷ অন্ধকারে ব্য়াহত উদ্ধার কাজ ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এই দুর্ঘটনা বৈষ্ণবনগর থানার অধীনে ঘটলেও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি ৷ এই নিয়েও উঠেছে প্রশ্ন ৷

অন্ধকারে ব্য়াহত উদ্ধার কাজ, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা ফরাক্কায়

দুর্ঘটনা প্রসঙ্গে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘এই ঘটনার তদন্ত করা হবে, সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷ '' ফরাক্কায নতুন সেতু নির্মাণকারী সংস্থার কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না কিংবা জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কি না, তা নিয়ে SP-কে প্রশ্ন করা হয় ETV ভারতের তরফ থেকে ৷ কিন্তু তিনি এই প্রসঙ্গে কোন উত্তর দিতে চাননি ৷

Last Updated : Feb 17, 2020, 3:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details