মালদা, 20 নভেম্বর : এখনও কারখানার এদিকে ওদিকে চাপ চাপ রক্ত ৷ আশপাশের গাছগুলির মাথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারখানার ছাদের বিভিন্ন অংশ ৷ লাল ফিতের ফাঁসে ঘিরে রাখা হয়েছে দুর্ঘটনাস্থান ৷ রয়েছে পুলিশ পিকেট ৷ বাইরের কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ কারণ, এখনও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থান পরিদর্শনে এসে পৌঁছোননি ৷ যদিও গতকাল সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে ৷ তবে তা পর্যাপ্ত কি না, পুলিশের সেটা জানা নেই ৷ আজ ঘটনাস্থানে তদন্ত চালিয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(STF) ৷ এরই মধ্যে ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা চলছেই ৷ গতকাল কলকাতা নিয়ে যাওয়ার পথে কারখানার মৃত এক অংশীদার আবু সায়েদের বাড়িতে আজ সকালে যান মালদার ডিভিশনাল কমিশনার সৈয়দ আহমেদ বাবা ৷ সঙ্গে ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র ও সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো ৷ তাঁরা মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের ক্ষতিপূরণ হিসাবে দু’লাখ টাকার চেক তুলে দিয়েছেন ৷ একটু বেলাতে সেখানে হাজির হয় কংগ্রেসের প্রতিনিধিদল ৷ দলে ছিলেন কংগ্রেসের ছয় বিধায়ক ৷ তাঁরা প্রত্যেক মৃতের পরিবারের কাছে যান ৷ দলের তরফে প্রত্যেক পরিবারকে 50 হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন ৷ একইসঙ্গে আহতদের পরিবারপিছু 10 হাজার টাকা ঘোষণা করা হয় ৷ দুপুরে ঘটনাস্থানে আসেন BJP নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি ৷ এই ঘটনায় আজও তিনি NIA তদন্তের দাবিতে সরব হয়েছেন ৷ তবে আজ কংগ্রেসের তরফে BJP ও রাজ্যপালের মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে ৷
আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে এলাকার বিধায়ক ইশা খান চৌধুরি বলেন, "এখন মদ খেয়ে মৃত্যু হলে মৃতদের পরিবারকে দু’লাখ টাকা ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার ৷ কিন্তু এক্ষেত্রে গরিব মানুষ লকডাউনে কাজ করতে পারছিল না ৷ দীর্ঘদিন এই কারখানাগুলি বন্ধ ছিল ৷ খাবার জোটাতে তারা এই কারখানায় কাজ করছিল ৷ তাই আমরা এই ঘটনায় মৃতদের দশ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি ৷ আজ আমরা এই পরিবারগুলির পাশে এসেছি৷ আমাদের সব বিধায়কই এখানে এসেছেন ৷ আমরা রাজ্য বা কেন্দ্রে ক্ষমতায় নেই ৷ তবু আমরা দলের তরফে মৃতদের প্রত্যেকের পরিবারকে 50 হাজার ও আহতদের পরিবার পিছু দশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করছি৷ এখানকার লোকজন বলছেন, মেশিনে ত্রুটির জন্যই এই ঘটনা ঘটেছে ৷ এনিয়ে পুলিশ তদন্ত করছে ৷ আমরা তদন্তের ক্ষেত্রে কোনও বাধা দিচ্ছি না ৷ কিন্তু BJP এই ঘটনাকে অন্যদিকে ঘোরাতে চাইছে ৷ বিভাজনের রাজনীতি করতে চাইছে ৷ অথচ কেন্দ্রে ক্ষমতায় থাকলেও তাঁরা মৃত কিংবা আহতদের ক্ষতিপূরণ নিয়ে কিছু বলছে না ৷ এখানে শুধু এক ধর্মের লোকেরই ক্ষতি হয়নি, দুর্ঘটনায় হিন্দু-মুসলিম এক হয়ে গিয়েছে ৷"