পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Drug Case: জেল হেফাজতে থাকা কারবারীর 37 লক্ষ টাকা উদ্ধার শ্রমিকের বাড়ি থেকে

চলতি বছর বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ রয়েল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি । তার 37 লক্ষ টাকা উদ্ধার হল এক শ্রমিকের বাড়ি থেকে (STF-SIB recovers 37 lakh rupees ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 19, 2022, 7:32 PM IST

মালদা, 19 নভেম্বর: মাদক পাচারকাণ্ডে জড়িত এক কারবারির 37 লক্ষ টাকা করল এসটিএফ-এসআইবি । রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চ যৌথ অভিযান চালিয়ে কালিয়াচকের শ্রীরামপুর এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা (STF-SIB recovers 37 lakh rupees from Drug Case) ।

সূত্রের খবর, ব্রাউন সুগার কারবারের সঙ্গে এই টাকার যোগ রয়েছে । চলতি বছর কালিয়াচকের মোজমপুর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ রয়েল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি । বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে । রয়েল শেখের স্ত্রী ফতিমা বিবি ওই টাকা মাহিদুল শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে রেখেছিলেন বলে দাবি ওই শ্রমিকের স্ত্রী'র । তাঁর বাড়ি থেকেই এদিন টাকা উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন: বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা, উদ্ধার তিন কোটির মাদক, গ্রেফতার 6

এই ঘটনায় কালিয়াচক থানায় এফআইআর করা হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি । এসটিএফ ও জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের রয়েল শেখ মাদক কারবারের সঙ্গে জড়িত । গত ফেব্রুয়ারি মাসে ব্রাউন সুগার-সহ রয়েল শেখকে গ্রেফতার করে সিআইডি । বর্তমানে সে জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে । রয়েল শেখের মাদক কারবারের টাকা স্ত্রী ফতিমা বিবির কাছে ছিল । সেই টাকা সে আরেক গ্রামবাসী মহিদুল শেখের বাড়িতে রেখেছিল ।

জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "এসটিএফের পক্ষ থেকে কালিয়াচক থানায় এফআইআর করা হয়েছে । কালিয়াচকের মহিদুল শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে 36 লক্ষ 99 হাজার 500 টাকা উদ্ধার হয়েছে । ঘটনার সময় মহিদুল শেখ বাড়িতে ছিলেন না । তাঁর স্ত্রী এসটিএফকে জানিয়েছেন, রয়েল শেখের স্ত্রী ফতিমা বিবি হুমকি দিয়ে এই টাকা তাঁদের বাড়িতে রাখতে বলেছিল । তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details