মালদা, 28 মে :সম্প্রতি মালদায় দু'দফায় জেলার রেশমচাষ পরিদর্শন করে গিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । প্রথম দলে ছিলেন নীতি আয়োগের প্রতিনিধিও । এবার রাজ্য সরকারও জেলার রেশমচাষের দিকে নজর দিয়েছে । রাজ্যের একটি প্রতিনিধি দল রেশম চাষ পরিদর্শনের পাশাপাশি রেশম কীটের ডিম উৎপাদনের বিষয়টি খতিয়ে দেখছে (Malda Silk Cultivation) । ওই দলের সদস্যরা রেশমচাষি ও ডিম উৎপাদক সংস্থাগুলির সঙ্গে আলোচনাও করেছেন । দুই সরকারের এহেন উদ্যোগ জেলার রেশমচাষি ও এই শিল্পের সঙ্গে জড়িত মানুষজনকে উৎসাহিত করছে ।
মালদা জেলায় প্রায় 21 হাজার একর জমিতে তুঁতের চাষ করা হয় । জেলার প্রায় প্রতিটি ব্লকে চাষ হলেও সবচেয়ে বেশি রেশম উৎপাদন হয় কালিয়াচকের তিনটি ব্লকে । গোটা জেলায় এই চাষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন অন্তত পাঁচ লাখ মানুষ । প্রায় 61 হাজার পরিবার এই চাষ থেকেই গ্রাসাচ্ছাদন করে থাকে । এই জেলায় প্রতিবছর রেশম চাষের ছ'টি মরশুম । বছরে গড়ে রেশম সুতো উৎপাদন হয় প্রায় 1500 মেট্রিকটন । এই রেশম সুতো মূলত উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রফতানি করা হয় । কালিয়াচকে পাইকারি রেশম বাজার রয়েছে । চাষিদের দীর্ঘদিনের দাবি, এই জেলায় রেশম সুতো থেকে বস্ত্র তৈরির কারখানা করা হোক । তাতে জেলার রেশমচাষের পরিধি আরও বাড়বে ।