পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্টেট বাসের ধাক্কায় মালদায় মৃত ব্যবসায়ী

মালদা কাপড়ের দোকান রয়েছে তাঁর । গতকাল বন্ধুদের সঙ্গে দেখা করতে রাস্তায় বেরিয়েছিলেন । পরিযায়ী শ্রমিকদের আনতে যাওয়া একটি সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর ।

ছবি
ছবি

By

Published : May 22, 2020, 12:13 PM IST

মালদা, 22 মে : লকডাউনের মধ্যেই দুর্ঘটনা ৷ পরিযায়ী শ্রমিকদের আনতে যাওয়া স্টেট বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী ৷ গতরাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের মনস্কামনা রোডে ৷ মৃত যুবকের বাড়ি ওই এলাকাতেই ৷ ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত ঘাতক বাসটিকে চিহ্নিত করা যায়নি ৷

নিহত ব্যবসায়ীর নাম মানস দে (30) ৷ মালদা শহরে রথবাড়ি মার্কেটে তাঁর কাপড়ের দোকান রয়েছে ৷ লকডাউনের মধ্যে প্রায় দু’মাস পর প্রশাসনের অনুমতি পেয়ে গতকাল দোকান খুলেছিলেন তিনি ৷ বিকেলে দোকান বন্ধ করে বাড়িও চলে যান ৷ রাতে বন্ধুদের সঙ্গে দেখা করতে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ৷ মনস্কামনা রোড ধরে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, সেই সময় ওই রাস্তা ধরে মালদা স্টেশনের দিকে যাচ্ছিল একের পর এক সরকারি বাস ৷ স্টেশন থেকে পরিযায়ী শ্রমিকদের আনতেই বাসগুলি যাচ্ছিল ৷ মনস্কামনা মন্দিরের সামনে তারই মধ্যে একটি বাস মানসবাবুকে পিছন থেকে ধাক্কা মেরে চলে যায় ৷ সাইকেল থেকে ছিটকে পড়েন তিনি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইংরেজবাজার থানার পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, মানসবাবুর বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছেন বাবা-মা ৷ পুলিশ রাতেই ঘাতক বাসের সন্ধানে মালদা স্টেশনে হানা দেয় ৷ তবে একাধিক বাসের মধ্যে নির্দিষ্ট করে ওই বাসটিকে চিহ্নিত করা যায়নি ৷ চালকরাও কেউ দুর্ঘটনার কথা স্বীকার করেনি ৷ যদিও পুলিশ জানতে পেরেছে, বাসটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ছিল ৷

ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ বাসের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details