পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

STF Arrests Arms Dealer : স্পেশাল টাস্ক ফোর্সের জালে বিহারের অস্ত্র কারবারি - Special Task Force arrest arms dealer of Bihar with arms

আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে এসটিএফের জালে বিহারের এক অস্ত্র কারবারি (Arms dealer of Bihar arrested)। পঞ্চায়েত ভোটের আগে কী বিহার থেকে অস্ত্র মজুত করা হচ্ছে, উঠছে প্রশ্ন ।

Special Task Force arrested Bihar's arms dealer with arms
Bihar's arms dealer arrested

By

Published : Apr 19, 2022, 7:08 PM IST

মালদা, 19 এপ্রিল : আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে এসটিএফের জালে ধরা পড়ল বিহারের এক অস্ত্র কারবারি (Special Task Force arrested Bihar's arms dealer) । ধৃত ব্যক্তির নাম মহম্মদ ফইজল (35) । বাড়ি বিহারের মুঙ্গের এলাকায় । স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর ছিল বিহারের এক বাসিন্দা কাটিহার-হাওড়া এক্সপ্রেসে আগ্নেয়াস্ত্র পাচার করছে । সেই তথ্যের ভিত্তিতে এসটিএফের একটি দল খালতিপুর স্টেশনে ফাঁদ পাতে । ট্রেন স্টেশনে পৌঁছতেই খবর প্রদানকারীকে দিয়ে মহম্মদ ফইজলকে চিহ্নিত করা হয় । তল্লাশি চালাতেই মহম্মদ ফইজলের কাছ থেকে উদ্ধার হয় চারটি পাইপগান । তারপর গ্রেফতার করা হয় তাঁকে ।

মহম্মদ ফইজল আন্তরাজ্য আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কালিয়াচকের এক ব্যক্তির কাছে দেওয়ার কথা ছিল তাঁর । তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম আপাতত গোপন রাখা হয়েছে । ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ।

উদ্ধার হওয়া চারটি পাইপগান

উল্লেখ্য, এর আগে একাধিকবার বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগসূত্র মিলেছে । জেলায় যত অস্ত্র কারখানার হদিশ মিলেছে, প্রতিটি ক্ষেত্রেই অস্ত্র প্রস্তুতকারকরা বিহারের মুঙ্গেরের বাসিন্দা । রাজ্যের বেআইনি অস্ত্র মজুত নিয়ে ইতিমধ্যে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । নির্দেশ পেয়েই অতিসক্রিয় হয়ে উঠেছে পুলিশ-প্রশাসন । প্রায় প্রতিদিনই অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে ।

এখানেই প্রশ্ন উঠছে, তবে কি সামনের পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিহার থেকে অস্ত্র মজুত করা শুরু হচ্ছে ?

আরও পড়ুন :Malda TMC Inner Clash : মাটি মাফিয়াদের সঙ্গে জড়িত রতুয়ার বিধায়ক, পাল্টা অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির

ABOUT THE AUTHOR

...view details