মালদা, 19 এপ্রিল : আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে এসটিএফের জালে ধরা পড়ল বিহারের এক অস্ত্র কারবারি (Special Task Force arrested Bihar's arms dealer) । ধৃত ব্যক্তির নাম মহম্মদ ফইজল (35) । বাড়ি বিহারের মুঙ্গের এলাকায় । স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর ছিল বিহারের এক বাসিন্দা কাটিহার-হাওড়া এক্সপ্রেসে আগ্নেয়াস্ত্র পাচার করছে । সেই তথ্যের ভিত্তিতে এসটিএফের একটি দল খালতিপুর স্টেশনে ফাঁদ পাতে । ট্রেন স্টেশনে পৌঁছতেই খবর প্রদানকারীকে দিয়ে মহম্মদ ফইজলকে চিহ্নিত করা হয় । তল্লাশি চালাতেই মহম্মদ ফইজলের কাছ থেকে উদ্ধার হয় চারটি পাইপগান । তারপর গ্রেফতার করা হয় তাঁকে ।
মহম্মদ ফইজল আন্তরাজ্য আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কালিয়াচকের এক ব্যক্তির কাছে দেওয়ার কথা ছিল তাঁর । তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম আপাতত গোপন রাখা হয়েছে । ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ।