মালদা, 11 সেপ্টেম্বর: প্রথমে মিজোরাম, তারপর অসম ও উত্তর প্রদেশ, শেষে হায়দরাবাদ ৷ ভিনরাজ্যে কাজে গিয়ে মালদার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুমিছিল অব্যাহত ৷ কিন্তু এখনও জেলার পরিযায়ী শ্রমিকদের সম্পূর্ণ তথ্য প্রশাসনের কাছে নেই ৷ বিষয়টি ভাবিয়ে তুলেছে রাজ্য সরকারকেও ৷ সেই কারণেই এবারের দুয়ারে সরকার শিবিরে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণে বিশেষ জোর দেওয়া হয়েছে ৷ যদিও তাতে এখনও পর্যন্ত তেমন সাফল্য মেলেনি বলেই প্রশাসনিক সূত্রে খবর ৷ তাই প্রশাসনের তরফে গ্রামগঞ্জের সঙ্গে শহর এলাকাতেও জোর প্রচার শুরু করা হয়েছে ৷
মিজোরামে নির্মীয়মান রেলব্রিজ ভেঙে মৃত্যু হয়েছিল মালদার 23 শ্রমিকের ৷ মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছিল সারা দেশ ৷ প্রশ্ন উঠেছিল পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের বিষয় নিয়ে ৷ একসঙ্গে এত শ্রমিকের মৃত্যু হয়তো নাড়িয়ে দিয়েছিল সারা দেশকে ৷ কিন্তু প্রায়শই ভিনরাজ্যে দুর্ঘটনার শিকার হচ্ছেন মালদার শ্রমিকরা ৷ ওই ঘটনার পর অসমে দুর্ঘটনায় মারা গিয়েছেন রতুয়া-1 ব্লকের এক শ্রমিক ৷ উত্তরপ্রদেশের বারাণসীতে মৃত্যু হয়েছে চাঁচল-1 ব্লকের কলিগ্রামের বাসিন্দা, 40 বছরের গঙ্গা তুরির ৷ এবার হায়দরাবাদে বাড়ি তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন কালিয়াচক-1 ব্লকের শেরশাহী গ্রামের 28 বছরের যুবক আকিদুল শেখ ৷
মাসখানেক আগে এলাকার আরও অনেক শ্রমিকের সঙ্গে হায়দরাবাদে বহুতল নির্মাণের কাজে যান রাজমিস্ত্রি আকিদুল ৷ স্ত্রী ও নাবালক তিন সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের আশাতেই তাঁর ‘বিদেশ’ যাত্রা ৷ গত শনিবার তিনি লোহার মাচায় চেপে ড্রিল মেশিনের কাজ করছিলেন ৷ সেই মেশিনের তার থেকে লোহার মাচা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় ৷ বিদ্যুৎস্পৃষ্ট হন আকিদুলও ৷ সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন ৷ তড়িঘড়ি আকিদুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ সোমবার মাঝরাতে তাঁর দেহ হায়দরাবাদ থেকে বাড়িতে ফিরে আসার কথা ৷
আরও পড়ুন:দুয়ারে ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের অন্তর্ভুক্তি! তিন দিনে 12 হাজার পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন