মালদা, 16 এপ্রিল : EVM পরীক্ষা চলাকালীন EVM গ্রাউন্ড থেকে উদ্ধার হল একটি বিষধর গোখরো। এক নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে সেটিকে একটি জারে ভরে ফেলে।
EVM পরীক্ষা চলার সময় স্টোররুমে গোখরো
EVM পরীক্ষা চলাকালীন স্টোররুম থেকে উদ্ধার হল একটি গোখরো সাপ। নিরাপত্তারক্ষীরা সেটা জারে ভরে ফেলে
23 এপ্রিল মালদায় তৃতীয় দফার লোকসভা নির্বাচন। তার আগে EVM পরীক্ষার কাজ চলছে। মালদা শহরের সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে EVM গ্রাউন্ড। আজ সেখানেই EVM পরীক্ষা চলাকালীন ঢুকে পড়ে গোখরো। এক নিরাপত্তারক্ষী সেই সাপটিকে ধরে ফেলে।
নিরাপত্তারক্ষী হৃদয়কুমার সিংহ বলেন, "EVM গ্রাউন্ডে ডিউটি করছিলাম। তখন সাপটি স্টোর রুমে ঢুকছিল। দেখতে পেয়ে আমি আর একজন মিলে সাপটিকে ধরে জারে ভরে নিই। ওটা বিষধর গোখরো। আমাদের সাপ ধরার প্রশিক্ষণও নেওয়া আছে। ওই জায়গায় এর আগেও সাপ দেখা গেছে।"