মালদা, 8 অগাস্ট : ফের উদ্ধার হল গোলাপি জাল নোট ৷ গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকা থেকে এক লাখ 90 হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের STF৷ গ্রেপ্তার করা হয়েছে এক জাল নোট কারবারীকে৷ ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হয়েছে৷ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতকে পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক৷
এক লাখ 90 হাজার টাকার জাল নোট-সহ ধৃত পাচারকারী - বৈষ্ণবনগর থানার পুলিশ
বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, ধৃত কারবারীর নাম মোশারফ শেখ ৷ বয়স 60 বছর ৷ বাড়ি বাখরাবাদ চর এলাকায় ৷ তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে 95টি 2000 টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে ৷
বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, ধৃত কারবারীর নাম মোশারফ শেখ ৷ বয়স 60 বছর ৷ বাড়ি বাখরাবাদ চর এলাকায় ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ ভোরে তার বাড়িতে হানা দেওয়া হয় ৷ সেসময় বাড়িতেই ছিল মোশারফ ৷ তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে 95টি 2000 টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও জাল নোট কারবারে মোশারফের নাম পুলিশের কাছে উঠে এসেছিল ৷ তবে এতদিন তাঁকে ধরতে পারা যায়নি ৷ অনুমান করা হচ্ছে, সে জাল নোট পাচারচক্রের অন্যতম পাণ্ডা ৷ তাকে জেরা করে জাল নোট কারবারে জড়িত অনেকের সন্ধান পাওয়া যেতে পারে ৷
বাখরাবাদ এলাকাটি ইন্দো-বাংলা সীমান্তের খুব কাছে ৷ একদিকে রয়েছে গঙ্গা ৷ এই এলাকা আন্তর্জাতিক পাচারের অন্যতম করিডর হিসাবে দীর্ঘদিন থেকেই চিহ্নিত ৷ এর আগেও এই এলাকায় একাধিক পাচারকারী ধরা পড়েছে ৷ শুধু জাল নোট নয়, গোরু পাচারের জন্যও এই এলাকা কুখ্যাত ৷ তবে কিছুদিন ধরে এই এলাকা থেকে কোনও পাচারকারী পুলিশ কিংবা অন্য কোনও নিরাপত্তা সংস্থার হাতে ধরা পড়েনি ৷ মোশারফের গ্রেপ্তারি প্রশ্ন তুলেছে, তবে কি ফের এই এলাকা পাচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে?