পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 12, 2020, 3:51 PM IST

ETV Bharat / state

মালদায় নতুন করে কোরোনায় আক্রান্ত 6, সংক্রমিত বেড়ে 19

মালদা জেলায় কোরোনা সংক্রমণ এতদিন সীমাবদ্ধ ছিল হরিশ্চন্দ্রপুরে ৷ এবার জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে কোরোনা সংক্রমণ ৷ মালদা মেডিকেলে আরও ছয়জনের লালারসে কোরোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে । সংক্রমিতদের পুরাতন মালদার কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

6 more corona positive found in Maldah
6 more corona positive found in Maldah

মালদা, 12 মে : এতদিন সীমাবদ্ধ ছিল উত্তর মালদার হরিশ্চন্দ্রপুরে ৷ এবার জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে কোরোনা সংক্রমণ ৷ গতকাল রাতে মালদা মেডিকেলে আরও ছয়জনের লালারসে কোরোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷ সংক্রমিতদের মধ্যে চারজনকে এখনও পর্যন্ত পুরাতন মালদার COVID হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকি দু’জনকেও সেখানে নিয়ে আসা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে৷

গতকাল সন্ধে পর্যন্ত মালদা জেলায় কোরোনা সংক্রমিতের সংখ্যা ছিল 13 ৷ এর মধ্যে 11 জনই হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের ৷ বেশি রাতে মালদা মেডিকেলের তরফে রাজ্য সরকারকে যে রিপোর্ট পাঠানো হয়েছে, তাতে জেলার আরও ছয়জন কোরোনা সংক্রমিত বলে জানান হয়েছে ৷ অর্থাৎ, এই মুহূর্তে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 19 ৷

সবচেয়ে বড় বিষয়, এই ছয়জনই জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ৷ এদের মধ্যে একজনের বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে ৷ এই আক্রান্তের দেহে কোরোনা উপসর্গ ছিল ৷ বাকি পাঁচজন উপসর্গহীন ৷ তাদের মধ্যে একজন মানিকচক ব্লকের মানিকনগর গ্রামের বাসিন্দা, একজন কালিয়াচক 1 ব্লকের আলিপুর 1 গ্রাম পঞ্চায়েতের খাস চাঁদপুরের, একজন হবিবপুরের নাঙ্গাবাহারাত গ্রামের বাসিন্দা ৷ বাকি দু’জনের বাড়ি পুরাতন মালদা ব্লকে ৷ তাদের মধ্যে একজনের বাড়ি ওই ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামে, দ্বিতীয়জনের বাড়ি যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের বলাতুলি গ্রামে ৷ এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক ৷ বয়স 20 থেকে 38-এর মধ্যে ৷

এদের মধ্যে পাঁচজনের লালারস সংগ্রহ করা হয়েছিল মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাস থেকে ৷ উপসর্গ থাকা বাকি একজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল এলাকাতেই ৷ নতুন করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই ছয়জন কোরোনা আক্রান্তের খবর চাউর হতেই আতঙ্ক জেলাজুড়ে ৷

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই নতুন আক্রান্তদের পুরাতন মালদার নারায়ণপুরে COVID হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ৷ এখনও পর্যন্ত সেখানে চার আক্রান্তকে ভরতি করা হয়েছে ৷ বাকি দু’জনকেও দ্রুত সেখানে নিয়ে আসা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details