মালদা, 10 এপ্রিল: চাষের জমির দখলকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্র হয়ে ওঠে মালদার চাঁচল থানার, দিঘা বসতপুরের খানপুর-হুলাসপুর মৌজা ৷ কর্দমাক্ত জমিতেই চলে দু'ক্ষের হাতাহাতি ৷ সংঘর্ষ গুরুতর আকার নিতেই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে দখলকারীদের বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন ৷ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আহতরা চিকিৎসাধীন ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 9 শতক জমি দিয়ে রাসেদ আলি ও রেজাউল ইসলামের মধ্যে বিবাদ চলছে দীর্ঘদিন ধরেই ৷ অভিযোগ, সোমবার সকালে রেজাউল ইসলাম দলবল নিয়ে ওই জমি দখল করতে আসেন ৷ নিমেষে বচসায় জড়িয়ে পড়েন দু’পক্ষের লোকজন ৷ কাদা জমিতেই দুই পক্ষের হাতাহাতি চলতে থাকে ৷ পরিস্থিতি বেগতিক দেখে জমি দখলকারীরা, রাসেদ আলির পরিবারকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছোড়েন ৷ অতর্কিত এই আক্রমণ সামলে ওঠার আগেই রেজাউল ইসলামের দলবল ধারালো অস্ত্রের কোপ মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ৷ ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয়রা ৷ এরপর আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে, গা ঢাকা দিয়েছেন বলে দাবি, স্থানীয় বাসিন্দাদের ৷