মালদা, 22 এপ্রিল : পুকুর থেকে উদ্ধার হল দুই বোনের দেহ ৷ নাম কাশ্মীরা বিবি (24) ও সাবানা খাতুন (12) ৷ মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পুরানিগ্রামের গণিটোলার ঘটনা ৷ এই ঘটনায় তাঁদের পরিবারের তরফে প্রথমে খুনের অভিযোগ করা হলেও এনিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ দুটি দেহই আগামীকাল ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠাবে মানিকচক থানার পুলিশ ৷
বছর তিনেক আগে গণিটোলার যুবক সাদেক শেখের সঙ্গে কাশ্মীরার নিকাহ হয় ৷ সাদেক পেশায় শ্রমিক ৷ লকডাউনের আগে দিল্লিতে কাজ করতে গিয়েছিল ৷ সেখানেই আটকে পড়েছে ৷ সাবানা তার দিদির বাড়িতেই থাকত ৷ সে স্থানীয় নুরপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৷ আজ দুপুরে তারা বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে নামে ৷ দীর্ঘক্ষণ পরেও ঘরে ফিরে না আসায় কাশ্মীরার শ্বশুরবাড়ির লোকজন তাদের খোঁজ শুরু করে ৷ জাল ফেলা হয় পুকুরেও ৷ অবশেষে বিকেলে দুই বোনের দেহ পুকুর থেকে উদ্ধার করেন গ্রামের বাসিন্দারা । তাঁদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷