মালদা, 1 জুলাই:দু'জনের নাম এক ৷ পরিবারও এক ৷ সম্পর্কে তাঁরা দুই জা ৷ সকাল হলে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন দু'জনেই ৷ এরপর ভোটের প্রচারে একে অন্যের দিকে তিরের পর তির ছুড়ছেন ৷ রাতে বাড়ি ফিরে দু'জনেই বসে পড়ছেন সাংসারিক গল্পের আসরে ৷ হয়তো তখন একে অন্যের উদ্দেশ্যে বলেও ফেলছেন, প্রচারে যেন বেশি তোপ দাগা না-হয় ৷ যাই হোক না-কেন, এবার দুই জায়ের ভোটের লড়াই তারিয়ে উপভোগ করছেন ভালুকা এলাকার বাসিন্দারা ৷
হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির প্রার্থী পুতুল ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে তাঁরই বড় জা পুতুল যাদবকে (বিয়ের আগের পদবিই ব্যবহার করেন) ৷ তাঁদের এই ভোটের লড়াই এবার ভালুকা অঞ্চলের ফতেপুর গ্রামের চর্চার বিষয় ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় সড়গড় নন কোনও পুতুলই ৷ বিজেপি প্রার্থী পুতুলের বক্তব্য, ভোটের প্রচার সারছেন ৷ এই বুথের মধ্যে যত বাড়ি রয়েছে, সব বাড়িতে যাচ্ছেন তিনি ৷ মানুষের ভীষণ ভালো সাড়া পাচ্ছেন ৷ তারা প্রকাশ্যেই জানাচ্ছে, তাঁকে ভোট দেবে ৷ তিনি বলেন, "আমি মানুষের কাছে শাসকদলের সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরছি ৷ গরিব মানুষের জন্য মোদিজি কত প্রকল্প নিয়েছেন, কীভাবে তিনি মানুষের উপকার করছেন, সেসবও বলছি ৷ আমার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী আমারই জা ৷ তবে ভোটের লড়াই আমাদের পরিবারে ঢোকেনি, ঢুকবেও না ৷"