মালদা, 4 এপ্রিল:"পঞ্চায়েতের টিকিট না পেয়ে কেউ যদি দলকে ভয় দেখাতে চান, তবে তাঁরা ভুল করবেন । দলকে ভয় দেখানোর জায়গা নেই । টিকিট দেওয়ার নামে টাকা তোলার লিখিত অভিযোগ পেলে দলীয় নেতৃত্ব সঠিক জায়গায় ট্রিটমেন্ট করবে ।" মঙ্গলবার মালদায় দলীয় সভা শেষে কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ।
আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এদিন দুপুরে মালদা শহরের টাউন হলে তৃণমূলের তরফে দলীয় বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, তাজমূল হোসেন, মালদায় পঞ্চায়েতে দায়িত্বে থাকা ইটাহারের বিধায়ক মুসারফ হোসেন, জেলার তৃণমূল বিধায়ক-সহ জেলা পরিষদের প্রতিনিধিরা ।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "দল কিংবা মুখ্যমন্ত্রী বা অভিষেক যে স্বৈরাচারী নন এটা তার পরীক্ষা । এদিনের বৈঠকেই দলের 8 জনের মধ্যে 7 বিধায়ক ৷ জেলা পরিষদের 16জন প্রতিনিধি, দুই চেয়ারম্যান-সহ সকলেই উপস্থিত ছিলেন । দলের 8 বিধায়ক যদি একসঙ্গে বসেন সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন । দলের নেত্রী আমাকে ও মুসারফ হোসেনকে মালদা ও মুর্শিদাবাদ দেখতে বলেছিলেন । আজ মালদায় আলোচনা করেছি । অনেক আলোচনা হয়েছে । দলের মধ্যে এমন বিশেষ কিছু বিরোধ আমি দেখিনি যাতে দলের বিশেষ ক্ষতি হবে । ছোটোখাটো কিছু ব্যাপার এসেছে ।"